All that we are is the result of what we have thought.

— Buddha

বিদ্রোহ

আমার অসম্পূর্ণ গল্পটাকে পূর্ন করতে
বিদ্রোহ করেছে আকাশ
অনশন ঘোষণা করেছে মেঘ
মিছিলে নেমেছে রাজ্যের সব পাখি

একশো চুয়াল্লিশ ধারা জারি হয়নি কোথাও,
তবুও বাতাসের গন্ধে
যুদ্ধ যুদ্ধ ভাব!

গল্প? সে তো নির্বাসনে!
আর আমি?
চোখের জলে বুনে চলেছি
হাজার হাজার আর্দ্র রজনী
ঘুমও ছুটি নিয়েছে অনির্দিষ্টকালের জন্য!
আমায় বলল, ‘একবার নাহয় গল্পটা শেষ হতে দাও?
জাঁকিয়ে বসবো দুচোখে!’

কাল নাকি কোর্টে উঠবে মামলা
বিচার বচসা হবে,গল্প শেষ হবে, কি হবে না
খুব কি অসম্ভব হতো?
যদি খুব সুন্দর একটা সুখি সমাপ্তির সুযোগ দেয়া হত?
নাকি বাকের ভাইয়ের ফাঁসির আদেশের মতোই
অনাকাঙ্ক্ষিত থেকে যাবে রায়??

লেখক: নূরজাহান তাবাসসুম

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply