বাসরের দীপ আর আকাশের তারাগুলি
Basarer Deep Aar Akasher Taraguli (1953)
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর: প্রফুল্ল ভট্টাচার্য
শিল্পী: ধনঞ্জয় ভট্টাচার্য
বাসরের দীপ আর আকাশের তারাগুলি,
নিবিড় নিশীথে যবে জ্বলবে
মনে হয় তাকে দেখে শরমের ব্যথাগুলি
আমায় মনের কিছু বলবে।
বাসরের দীপ আর আকাশের তারাগুলি।
হৃদয় গহন হতে স্বপন কুড়ায়ে লয়ে
সুরের খেয়ালী জাল বুনব,
তোমার গোপন কথা শুনব
[মুখে রবে হাসি আর,চোখে চোখে চেয়ে শুধু]-২
মন দেওয়া নেওয়া আজ চলবে
বাসরের দীপ আর আকাশের তারাগুলি।
হয়তো ব্যাকুল হয়ে বাতাসের বাঁশীখানি
সেইক্ষণে কত সুর ধরবে
[তাই শুনে বনছায় না ফোটার বেদনায়]-২
কত ফুল ঝুলিতে যে ধরবে।
এত যে জেনেছি আমি,মনে হয় আরও যেন
কত যে নিবিড় করে জানবো,
তোমায় আপন বলে মানবো
[তবুও কি অকারণে মিলনেরই ফুলমালা]-২
অবহেলা ভরে তুমি দলবে
বাসরের দীপ আর আকাশের তারাগুলি
নিবিড় নিশীথে যবে জ্বলবে
বাসরের দীপ আর আকাশের তারাগুলি
…………………………………………………………………………
Basorer deep aar akasher taraguli
Nibir nishithe jobe jolbe
Mone hoy take dekhe soromero byathaguli
Amay moner kichhu bolbe
Basorer dip aar akasher taraguli
Hridoy gohon hote swopon kuraye loye
Surer kheyali jal bunbo
Tomar gopon kotha sunbo
[Mukhe robe hasi aar
Chokhe chokhe cheye shudhu]-x2
Mon deya neya aaj cholbe
Basorer dip aar akasher taraguli
Hoyto byakul hoye bataser bashikhani
Seikhone koto sur dhorbe
[Tai shune bonochhay na photar bedonay]-x2
Koto ful jhulite je dhorbe
Ato je jenechhi aami mone hoy aaro jeno
Koto je nibir kore janbo
Tomay aapon bole manbo
[Tobu-o ki okarone miloneri fulomala]-x2
Obhala bhore tumi dolbe
Basorer deep aar akasher taraguli
Nibir nishithe jobe jolbe
Basorer dip aar akasher taraguli
বাসরের দীপ আর আকাশের তারাগুলি
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1