সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।

— ইমাম গাজ্জালি (রহঃ)

বাড়ি ফিরতে ফিরতে 🕊️

কিছুক্ষণ হারিয়ে যাই তারপর আবার ফিরে আসি
নতুন কলোনি আমার ঠিকানা
রাস্তা ঠিকঠাক বুঝতে পারি না
যদিও তেমাথা পানের দোকান
সামনেই বিস্কুট কারখানা

মহব্বত বলে কারও সঙ্গে দেখা হয়নি কোনওদিন
অথচ অন্ধকারে সেই নাকি রাস্তা দেখিয়েছে
বাড়ি পর্যন্ত রাস্তার ম্যাপ তার হাতে
আজ সকাল সকাল চায়ের দোকান সে খবর বলেছে

আমার কামনা এখন পায়রা দেখছে
বিকেলের হলুদ পায়রাগুলি কেমন সব ডানা মেলেছে
কেউ ওরা রসগোল্লা খায় না
বড় বড় গামলায় সবাই ভাসছে আর হাসছে
রসগোল্লাদের কেবলই আমার বেশ্যা মনে হয়

রাস্তা পেরিয়ে যাই
যেতে যেতে এক ছাতুওয়ালার সঙ্গে দেখা হয়
তার কাঁচা লংকা পেয়াজগুলি ডাকছে আমাকে
বাড়ি ফিরতে ফিরতে দেখি সন্ধ্যা দাঁড়িয়ে আছে ঘরের দরজায়

মহব্বতের সঙ্গে আমার কোনও দিন দেখা হয়নি     💃

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply