The future belongs to those who believe in the beauty of their dreams.

— Eleanor Roosevelt

বাংলা বাগধারা

১। পিপুফিশু দ্বারা কী বোঝায়?

  • কুড়ের বাদশা।

২। কোলাব্যাঙ বাগধারাটির অর্থ কী?

  • বাকসর্বস্ব।

৩। শিরে সংক্রান্তি বাগধারা অর্থ কী?

  • আসন্ন বিপদ।

৪। ধোপদুরস্ত বাগধারাটির অর্থ-

  • পরিপাটি।

৫। পঞ্চত্বপ্রাপ্তি অর্থ-

  • মারা যাওয়া।

৬। ‘মাছরাঙার কলঙ্ক’ বাগধারাটির অর্থ কী?

  • অনেক অপরাধীর মধ্যে একজনকে দায়ী করা।

৭। ‘লক্ষ্মীর বরযাত্রী’ বাগধারাটির অর্থ কী?

  • সুসময়ের বন্ধু।

৮। কচ্ছপের কামড় বলতে কী বোঝায়?

  • নাছোড়বান্দা।

৯। ক-অক্ষর গোমাংস অর্থ কী?

  • অশিক্ষিত ব্যক্তি।

১০। তালপাতার সেপাই অর্থ কী?

  • অতিশয় দুর্বল।

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply