Success is never ending, failure is never final.

— Dr. Robert Schuller

বাংলা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর চাকরির প্রস্তুতি

১. ‘সমাস’ শব্দের অর্থ হলো- ক. সংযোজন খ. বিশ্লেষণ গ. সংশ্লেষণ ঘ. সংক্ষেপণ উত্তরঃ ঘ
২. সমাস ভাষাকে– ক. সংক্ষেপ করে খ. বিস্তৃতি করে গ. ভাষারূপ করে ঘ. অর্থবোধক করে উত্তরঃ ক
৩. পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম- ক. সন্ধি খ. প্রত্যয় গ. সমাস ঘ. পুরুষ উত্তরঃ গ
৪. সমাস নিষ্পন্ন পদটির নাম কি? ক. অব্যয় পদ খ. বিগ্রহ পদ গ. সমস্যমান পদ ঘ. সমস্ত পদ উত্তরঃ ঘ
৫. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে? ক. সমস্যমান পদ খ. সমস্তপদ গ. উত্তরপদ ঘ. পূর্বপদ ঙ. কোনটিই নয় উত্তরঃ ক
৬. সমাস কত প্রকার ক. ৩ প্রকার খ. ৪ প্রকার গ. ৬ প্রকার ঘ. ৮ প্রকার উত্তরঃ গ
৭. ‘জমাখরচ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. জমা ও খরচ খ. জমাকে খরচ গ. জমা থেকে খরচ ঘ. জমার খরচ উত্তরঃ ক
৮. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ক. সিংহাসন খ. ভাই-বোন গ. কানাকানি ঘ. গাছপাকা উত্তরঃ খ
৯. ‘জায়া ও পতি’ সমাস করলে কি হয়? ক. স্বামী-স্ত্রী খ. পতি-পত্নী গ. দম্পতি ঘ. জায়া-পতি উত্তরঃ গ
১০. ‘দম্পতি’ কোন সমাসের উদাহরণ? ক. দ্বন্দ্ব খ. দ্বিগু গ. তৎপুরুষ ঘ. অব্যয়ীভাব উত্তরঃ ক
১১. নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? ক. রাজর্ষি খ. অহিনকুল গ. নীলকণ্ঠ ঘ. প্রামান্তর উত্তরঃ খ
১২. ‘ছেলে-মেয়ে’ কোন প্রকার দ্বন্দ্ব সমাস? ক. সাধারণ দ্বন্দ্ব খ. অলুক দ্বন্দ্ব গ. একশেষ দ্বন্দ্ব ঘ. সমার্থক দ্বন্দ্ব উত্তরঃ ক
১৩. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সামস? ক. কাগজ ও পত্র = কাগজ পত্র খ. সাপে ও নেউলে = সাপে নেউলে গ. কাগজ ও কলম = কাগজ-কলম ঘ. যাকে ও তাকে = যাকে তাকে উত্তরঃ ঘ
১৪. ‘নীল যে আকাশ = নীলাকাশ’ কোন সমাস? ক. বহুব্রীহি খ. দ্বিগু গ. কর্মধারয় ঘ. অভ্যয়ভাব উত্তরঃ গ
১৫. ‘নীল যে অম্বর = নীলাম্বর’ কোন সমাস? ক. বহুব্রীহি খ. তৎপুরুষ গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব উত্তরঃ খ
১৬. ‘ক্ষুধিত পাষাণ’ কোন সমাস? ক. বহুব্রীহি খ. কর্মধারয় গ. তৎপুরুষ ঘ. দ্বন্দ্ব উত্তরঃ খ
১৭. ‘সিংহাসন’ শব্দটি কোন সমাস? ক. ষষ্ঠী তৎপুরুষ খ. মধারয় গ. নিমিত্তার্থে ষষ্ঠী ঘ. নিত্য সমাস উত্তরঃ খ
১৮. মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত ক. ঘর থেকে ছাড়া-ঘরছাড়া খ. অরুণের মত রাঙ্গা-অরুণরাঙা গ. হাসিমাখা মুখ-হাসিমুখ ঘ. ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী উত্তরঃ গ
১৯. ‘গোবর গণেশ’ কোন সমাস? ক. উপমান কর্মধারায় খ. মধ্যপদলোপী কর্মধারয় গ. দ্বন্দ্ব ঘ. দ্বিগু উত্তরঃ খ
২০. প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় ক. উপমিত খ. উপমান গ. উপমেয় ঘ. রূপক উত্তরঃ গ
২১. ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো- ক. চাঁদমুখের ন্যায় খ. চাঁদের মত মুখ গ. চাঁদ মুখ যার ঘ. চাঁদ রূপ মুখ উত্তরঃ খ
২২. চাঁদমুখ কোন সমাস ক. উপমান খ. উপমিত গ. রূপক ঘ. অব্যয়ীভাব উত্তরঃ গ
২৩. ‘ফুলকুমারী’ শব্দটি কোন সামস? ক. উপমিত খ. উপমান গ. রূপক ঘ. ষষ্ঠী তৎপুরুষ উত্তরঃ গ
২৪. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ? ক. মনমাঝি খ. জলযান গ. সিংহদ্বার ঘ. একাদশ উত্তরঃ ক
২৫. ‘সহোদর’ কোন সমাস? ক. দ্বন্দ্ব খ. তৎপুরুষ গ. বহুব্রীহি ঘ. অব্যয়ীভাব উত্তরঃ গ
২৬. কোন শব্দ বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? ক. বীণাপাণি খ. সিংহাসন গ. চৌরাস্তা ঘ. বাচষ্পতি উত্তরঃ ক
২৭. ‘সোনামুখী’ কোন সমাস? ক. উপমান খ. উপমিত গ. রূপক ঘ. মধ্যপদলোপী উত্তরঃ ঘ
২৮. ‘অধর্ম’ শব্দের সমস্যমান পদ কোনটি? ক. ধর্ম নেই যার খ. ধর্মহীন যে গ. ধর্মের অভাব ঘ. নেই ধর্ম যার উত্তরঃ ঘ
২৯. ‘লাঠালাঠি’ এটি কোন সমাস? ক. প্রাদি সমাস খ. ব্যতিহার বহুব্রীহি সমাস গ. তৎপুরুষ সমাস ঘ. কর্মধারয় সমাস উত্তরঃ খ
৩০. নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদারহণ? ক. কানাকানি খ. আশীবিষ গ. হাতেখড়ি ঘ. হাতেনাতে উত্তরঃ ক
৩১. ‘কানাকানি’ শব্দটি কোন সমাস? ক. বহুব্রীহি খ. কর্মধারয় গ. দ্বিগু ঘ. তৎপুরুষ উত্তরঃ ক
৩২. কোনটি বহুব্রীহি সমাসের উদারহণ ক. তেমাথা খ. মনগড়া গ. চা-বিস্কুট ঘ. হাতাহাতি উত্তরঃ ঘ
৩৩. নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি ‘ব্যতিহার বহুব্রীহি’র উদাহরণ? ক. দশহাতি খ. হাতাহাতি গ. দশানন ঘ. দ্বিপদ উত্তরঃ খ
৩৪. ‘গোফ খেজুরে’ কোন সমাস? ক. মধ্যপদলোপী বহুব্রীহি খ. ব্যতিহার বহুব্রীহি গ. ব্যধিকরণ বহুব্রীহি ঘ. দ্বিগু উত্তরঃ ক
৩৫. “চন্দ্রের ন্যায় সুন্দর মুখ যার = চন্দ্রমুখ।” এটি কোন সমাসের উদাহরণ? ক. উপমান কর্মধারয় খ. উপমিত কর্মধারয় গ. তৎপুরুষ ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি উত্তরঃ ঘ
৩৬. ‘আশীবিষ’ কোন সমাস ক. কর্মধারয় খ. তৎপুরুষ গ. বহুব্রীহি ঘ. অব্যয়ীভাব উত্তরঃ গ
৩৭. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? ক. সমাস খ. সন্ধি গ. প্রত্যয় ঘ. উপসর্গ উত্তরঃ ক
৩৮. ‘অর্ধচন্দ্র’ কোন সমাস? ক. বহুব্রীহি খ. দ্বন্দ্ব গ. তৎপুরুষ ঘ. কর্মধারয় উত্তরঃ ক
৩৯. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে? ক. দ্বন্দ্ব সমাস খ. রূপক সমাস গ. বহুব্রীহি সমাস ঘ. দ্বিগু সমাস উত্তরঃ ঘ
৪০. ‘শতাব্দী’ কোন সমাস? ক. দ্বিগু সমাস খ. বহুব্রীহি সমাস গ. তৎপুরুষ সমাস ঘ. কর্মধারয় সমাস উত্তরঃ ক
৪১. ‘পঞ্চনদ’ কোন সমাসের উদহারণ? ক. বহুব্রীহি খ. অব্যয়ীভাব গ. দ্বিগু ঘ. ব্যতিহার বহুব্রীহি উত্তরঃ গ
৪২. ‘হাভাতে’ কোন সমাস? ক. প্রাদি খ. অভ্যয়ীভাব গ. উপপদ তৎপরুষ ঘ. বহুব্রীহি উত্তরঃ খ
৪৩. ‘বেহায়া’ কেন সমাস? ক. দ্বন্দ্ব সমাস খ. নিত্য সমাস গ. বহুব্রীহি সমাস ঘ. অব্যয়ীভাব সমাস উত্তরঃ ঘ
৪৪. কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস? ক. আজীবন খ. আরক্তিম গ. আগাছা ঘ. আলুনী উত্তরঃ খ
৪৫. ‘উপশহর’ শব্দটি কোন সমাস? ক. দ্বন্দ্ব খ. দ্বিগু গ. অব্যয়ীভাব ঘ. কর্মধারয় উত্তরঃ গ
৪৬. কোনটি অব্যয়ীভাব সমাসে উদাহরণ? ক. খোশমেজাজ খ. প্রতিদিন গ. অকাল ঘ. সেতার উত্তরঃ খ
৪৭. ‘বইপড়া’ কোন সমাস? ক. তৎপুরুষ খ. দ্বন্দ্ব গ. অব্যয়ীভাব ঘ. দ্বিগু উত্তরঃ ক
৪৮. কোন শব্দটি তৎপুরুষ সমাস? ক. কালিকলম খ. মাতাপিতা গ. মধুমাখা ঘ. দশানন উত্তরঃ গ
৪৯. ‘হরবোলা’ কোন সমাস? ক. দ্বিগু খ. বহুব্রীহি গ. উপপদ তৎপুরুষ ঘ. কর্মধারয় উত্তরঃ গ
৫০. ‘কলুর বলদ’ কোন সমাস? ক. উপপদ তৎপুরুষ খ. অলুক তৎপুরুষ গ. মধ্যপদলোপী কর্মধারয় ঘ. উপমিত কর্মধারয় উত্তরঃ খ
৫১. যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা ত করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলে- ক. দ্বন্দ্ব সমাস খ. অব্যয়ীভাব সমাস গ. কর্মধারয় সমাস ঘ. নিত্য সমাস উত্তরঃ ঘ
৫২. যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাহাকে কোন সমাস বলে? ক. নিত্য সমাস খ. অলুক দ্বন্দ্ব গ. প্রাদি সমাস ঘ. অব্যয়ীভাব উত্তরঃ ক
৫৩. পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে- ক. রূপক সমাস খ. নিত্য সমাস গ. প্রাদি সমাস ঘ. অলুক সমাস উত্তরঃ গ
৫৪. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কি? ক. বহুধান খ. বহু গম গ. বহু পাট ঘ. বহু চাল উত্তরঃ ক
৫৫. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ? ক. বহুব্রীহি খ. কর্মধারয় গ. সুপসুপা ঘ. অব্যয়ীভাব উত্তরঃ ঘ
৫৬. জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত? ক. মধ্যপদলোপী কর্মধারয় খ. ষষ্ঠী তৎপুরুষ গ. পঞ্চমী তৎপুরুষ ঘ. উপমান কর্মধারয় উত্তরঃ ক
৫৭. সমাস ভাষাকে কি করে? ক. সংক্ষেপ করে খ. বিস্তৃত করে গ. অর্থের রূপান্তর ঘটায় ঘ. অর্থপূর্ণ করে উত্তরঃ ক
৫৮. কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. রূপতত্ত্বে খ. বাক্যতত্ত্বে গ. ভাষাতত্ত্বে ঘ. ধ্বনিতত্ত্বে উত্তরঃ ক
৫৯. ‘সমাস’ সাধিত পদ কোনটি? ক. চাষী খ. বোনাই গ. মানব ঘ. দম্পতি উত্তরঃ ঘ
৬০. ‘বেতমিজ’ কোন তৎপুরুষ সমাস? ক. ৬ষ্ঠী খ. ২য়া গ. ৩য়া ঘ. নঞ উত্তরঃ ঘ
৬১. ‘বেতমিজ’ কোন তৎপুরুষ সমাস? ক. ৬ষ্ঠী খ. ২য়া গ. ৩য়া ঘ. নঞ উত্তরঃ ঘ
৬২. অলুক তৎপুরুষ সমাস ‘তেলেভাজা’র ব্যাসবাক্য কি? ক. তেলেভাজা খ. তেল দ্বারা ভাজা গ. তেলের উপর ভাজা ঘ. তেলের মধ্যে ভাজা উত্তরঃ ক
৬৩. ছদ্মবেশী সমাস কোনটি? ক. সতীন খ. বাসর গ. আমরা ঘ. সটান উত্তরঃ খ
৬৪. গোঁফ খেজুরে কোন সমাস? ক. মধ্যপদলোপী বহুব্রীহি খ. ব্যতিহার বহুব্রীহি গ. ব্যধিকরণ বহুব্রীহি ঘ. দ্বিগু সমাস উত্তরঃ ক
৬৫. ‘গায়ে হলুদ’ কোন সমাস? ক. অলুক দ্বন্দ্ব খ. অলুক তৎপুরুষ গ. অলুক বহুব্রীহি ঘ. ব্যতিহার বহুব্রীহি উত্তরঃ গ
৬৬. পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে- ক. রূপক সমাস খ. নিত্য সমাস গ. প্রাদী সমাস ঘ. অলুক সমাস উত্তরঃ গ
৬৭. ‘শতাব্দী’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. শতের অব্দী খ. শত অব্দ যার গ. শত অব্দের সমাহার ঘ. শত শত অব্দ উত্তরঃ গ
৬৮. প্রথমে উপসর্গ ও পরে কৃদন্ত পদযোগে এবং অব্যয় এর সঙ্গে নামপদযোগে সৃষ্ট হয়- ক. নিত্য সমাস খ. অব্যয়ীভাব সমাস গ. প্রাদী সমাস ঘ. উপমিত কর্মধারয় সমাস উত্তরঃ গ
৬৯. ‘বিপত্মীক’ শব্দটির সমাস হ’ল ক. অব্যয়ীভাব খ. কর্মধারয় গ. বহুব্রীহি ঘ. দ্বিগু উত্তরঃ গ
৭০. কোনটি দ্বন্দ্ব সমাস? ক. মধুকণ্ঠি খ. রাতকানা গ. হাট-বাজার ঘ. গোমড়ামুখো উত্তরঃ গ
৭১. ‘হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ? ক. অব্যয়ীভাব খ. কর্মধারয় গ. বহুব্রীহি ঘ. দ্বন্দ্ব উত্তরঃ গ
৭২. কোনটি উপপদ তৎপুরুষ সমাস? ক. বিষমাখা খ. খেচর গ. সজল ঘ. তেমাথা উত্তরঃ খ
৭৩. ‘বিষবৃক্ষ’ কোন সমাস? ক. কর্মধারয় সমাস খ. তৎপুরুষ সমাস গ. বহুব্রীহি সমাস ঘ. অব্যয়ীভাব সমাস উত্তরঃ ক
৭৪. ‘উপকূল’ কোন সমাস? ক. বহুব্রীহি সমাস খ. তৎপুরুষ সমাস গ. অব্যয়ীভাব সমাস ঘ. দ্বন্দ্ব সমাস উত্তরঃ গ
৭৫. ‘উপকথা’ শব্দটি কোন সমাস? ক. অব্যয়ীভাব খ. তৎপুরুষ গ. দ্বিগু ঘ. দ্বন্দ্ব উত্তরঃ ক
৭৬. ‘দ্বন্দ্ব’ বলতে কি বোঝায়? ক. জোড়া খ. দুই গ. আগুনে পোড়া ঘ. সংগ্রাম উত্তরঃ ঘ
৭৭. যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য তাকে কোন সমাস বলে? ক. অলুক বহুব্রীহি খ. সংখ্যাবাচক বহুব্রীহি গ. মধ্যপদলোপী বহুব্রীহি ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি উত্তরঃ ঘ
৭৮. ‘অনুতাপ’ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. তাপের ক্ষুদ্র খ. তাপের অণু গ. অণুকে যে তাপ ঘ. অনুরূপ তাপ উত্তরঃ ক
৭৯. সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? ক. প্রথম পদে খ. শেষ পদে গ. সর্বনাম পদে ঘ. বিশেষ্য পদে উত্তরঃ খ
৮০. ‘সংখ্যালঘু’ শব্দটি কোন সমাস? ক. দ্বন্দ্ব খ. বহুব্রীহি গ. কর্মধারয় ঘ. দ্বিগু উত্তরঃ গ
৮১. কোনটি দ্বন্দ্ব সমাস? ক. কোকিলকণ্ঠী খ. রাতজাগা গ. হাটেবাজারে ঘ. মেনিমুখো উত্তরঃ গ
৮২. ‘হজ্জযাত্রা’ কোন সমাসের উদাহরণ? ক. ৩য়া তৎপুরুষ খ. ৪র্থী তৎপুরুষ গ. ৫মী তৎপুরুষ ঘ. ৭মী তৎপুরুষ উত্তরঃ খ
৮৩. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? ক. গায়ে হলুদ খ. চালকুমড়া গ. ছয়নি ঘ. ছায়াছবি উত্তরঃ খ
৮৪. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? ক. ইন্দ্রজিৎ খ. একরোখা গ. কালান্তর ঘ. ইহকাল উত্তরঃ ঘ
৮৫. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? ক. ক্ষণস্থায়ী খ. ঘরছাড়া গ. হাসিমুখ ঘ. ক্ষণস্থায়ী উত্তরঃ গ
৮৬. নিচের কোনটি নিত্য সমাস? ক. পঞ্চনদ খ. বেয়াদব গ. দেশান্তর ঘ. ভালমন্দ উত্তরঃ গ
৮৭. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? ক. বেহুস খ. মুখে ভাত গ. খেচর ঘ. গায়ে হলুদ উত্তরঃ খ
৮৮. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? ক. ওলকপি খ. কবিগুরু গ. আটঘাট ঘ. ঊনপাঁজুরে উত্তরঃ ঘ
৮৯. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ক. অন্যায় খ. অনাসক্ত গ. আমরণ ঘ. অহি নকুল উত্তরঃ ঘ
৯০. কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ? ক. অসীম খ. তেলেভাজা গ. মুখচন্দ্র ঘ. ঘরবাড়ি উত্তরঃ খ
৯১. নিচের কোনটি দ্বিগু সমাস? ক. আপাদমস্তক খ. রুই কাতলা গ. একরোখা ঘ. সেতার উত্তরঃ ঘ
৯২. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? ক. চিরসুখ খ. সুগন্ধি গ. খেয়াখাট ঘ. আজীবন উত্তরঃ খ
৯৩. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? ক. কাটাচোখা খ. কানাকানি গ. ঔষধি ঘ. ঋষিকবি উত্তরঃ ঘ
৯৪. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? ক. অনুতাপ খ. আপাদমস্তক গ. আটচালা ঘ. আমরা উত্তরঃ খ
৯৫. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ক. হাতাহাতি খ. দম্পতি গ. গাছপাকা ঘ. সিংহাসন উত্তরঃ খ
৯৬. ‘শোকানল’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. শোকের ন্যায় অনল খ. শেকের অনল গ. শোক ও অনল ঘ. শোক রূপ অনল উত্তরঃ ঘ
৯৭. ব্যাসবাক্যটির সমাস নির্ণয় করুন। কাজলের মত কালো- ক. উপমিত কর্মধারয় খ. মধ্যপদলোপী কর্মধারয় গ. উপমান কর্মধারয় ঘ. উপমান বহুব্রীহি উত্তরঃ গ
৯৮. যে সমাসে সমস্যমান পদের পরিবর্তে অন্যপদ প্রধান হয় তাকে কি বলে? ক. দ্বন্দ্ব খ. কর্মধারয় গ. বহুব্রীহি ঘ. তৎপুরুষ উত্তরঃ গ
৯৯. ‘ছাপোষা’ কোন শ্রেণীর বহুব্রীহি সমাস? ক. সমানাধিকরণ খ. ব্যধিকরণ গ. ব্যতিহার ঘ. মধ্যপদলোপী উত্তরঃ খ
১০০. ‘কোলাকুলি’ কোন সমাসের উদাহরণ? ক. মধ্যপদলোপী বহুব্রীহি খ. ব্যতিহার বহুব্রীহি গ. সমানাধিকরণ বহুব্রীহি ঘ. প্রত্যয়ান্ত বহুব্রীহি উত্তরঃ খ
১০১. ‘অমিল’-এর ব্যসবাক্য কোনটি? ক. অ-মিল খ. নেই-মিল গ. স-মিল ঘ. মিল নেই উত্তরঃ খ
১০২. কোনটি অলুক দ্বন্দ্বের উদাহরণ? ক. দম্পতি খ. পথে-ঘাটে গ. হাঁড়ি পাতিল ঘ. বর-কনে উত্তরঃ খ
১০৩. ‘স্কুল পালানো’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. স্কুল রূপ পালানো খ. স্কুল থেকে পালানো গ. স্কুলের জন্য পালানো ঘ. স্কুল পালায় যে উত্তরঃ খ
১০৪. কোনটি ‘দ্রুতগামী’ শব্দের ব্যাসবাক্য? ক. দ্রুত যাহা গামী খ. দ্রুত ও গামী গ. দ্রুতগামী যে ঘ. দ্রুত গমন করে যে উত্তরঃ ঘ
১০৫. ‘আমরা’ কোন সমাসের উদাহরণ? ক. দ্বন্দ্ব খ. তৎপুরুষ গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব উত্তরঃ ক
১০৬. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? ক. চা-বিস্কুট খ. মহাত্মা গ. তেমাথা ঘ. মনগড়া উত্তরঃ খ
১০৭. পদচ্যুত কোন সমাস? ক. দ্বন্দ্ব খ. বহুব্রীহি গ. তৎপুরুষ ঘ. কর্মধারয় উত্তরঃ গ
১০৮. ‘যিনি জজ তিনি সাহেব’ কোন সমাস? ক. দ্বিগু সমাস খ. দ্বন্দ্ব সমাস গ. তৎপুরুষ সমাস ঘ. কর্মধারয় সমাস উত্তরঃ ঘ
১০৯. ‘হাতেখড়ি’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. হাতে খড়ি খ. হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে গ. খড়ির হাত ঘ. হাতে দেয়া খড়ি উত্তরঃ খ
১১০. পূর্বপদে ‘প্র’ উপসর্গ যোগে যে সমাস হয় তার নাম কি? ক. প্রাদি খ. নিত্য গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব উত্তরঃ ক
১১১. প্রাণ রূপ পাখি = প্রাণপাখি- এটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ? ক. রূপক খ. মধ্যপদলোপী গ. উপমান ঘ. উপমিত উত্তরঃ ক
১১২. অরুণের মত রাঙা = অরুণরাঙা- কোন কর্মধারয় সমাস? ক. মধ্যপদলোপী খ. উপমিত গ. রূপক ঘ. উপমান উত্তরঃ ঘ
১১৩. কোনটি প্রাদি সমাস? ক. অবিমুখ খ. রক্তাক্ত গ. প্রতিদিন ঘ. গরুমারা উত্তরঃ ক
১১৪. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না? ক. অলুক খ. নিত্য গ. প্রাদি ঘ. উপপদ উত্তরঃ ক
১১৫. ‘কাজল-কাল’ -এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. কাজলের ন্যায় কালো খ. কাজল রূপ কালো গ. কাজল ও কালো ঘ. কালো যে কাজল উত্তরঃ ক
১১৬. উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে কি বলা হয়? ক. উপমান কর্মধারয় খ. উপমিত কর্মধারয় গ. রূপক কর্মধারয় ঘ. মধ্যপদলোপী কর্মধারয় উত্তরঃ খ
১১৭. রূপক কর্মধারয় -এর সমস্তপদ কোনটি? ক. মহাপুরুষ খ. ঘনশ্যাম গ. বিষাদসিন্ধু ঘ. তুষার শুভ্র উত্তরঃ গ
১১৮. ‘ছাগদুগ্ধ’ এই সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. ছাগের দুগ্ধ খ. ছাগ ও দুগ্ধ গ. ছাগী হতে দুগ্ধ ঘ. ছাগীর দুগ্ধ উত্তরঃ ঘ
১১৯. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? ক. কলেছাঁটা খ. মাথায় ছাতা গ. হাতেকলমে ঘ. গায়েহলুদ উত্তরঃ ক
১২০. ‘গা-ঢাকা’ কোন তৎপুরুষ সমাস? ক. পঞ্চমী খ. চতুর্থী গ. তৃতীয়া ঘ. দ্বিতীয়া উত্তরঃ ঘ
১২১. ‘হা-ভাত’ সমস্ত পদটির সঠিক ব্রাসবাক্য কোনটি? ক. হা ও ভাত খ. ভাতের অভাব গ. হাতে ও ভাতে ঘ. যেই হা সেই ভাত উত্তরঃ খ
১২২. ‘পঙ্কজ’ কোন সমাস ক. দ্বিগু খ. দ্বন্দ্ব গ. উপপদ তৎপুরুষ ঘ. অব্যয়ীভাব উত্তরঃ গ
১২৩. কোনটি ‘নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের’ সমস্ত পদ? ক. দ্বিপ খ. দীপ গ. দ্বীপ ঘ. দিপ উত্তরঃ গ
১২৪. কোন সমাসে কোন ব্যাসবাক্য হয় না? ক. অলুক সামসে খ. প্রাদী সমাসে গ. নিত্য সমাসে ঘ. অব্যয়ীভাব সমাসে উত্তরঃ গ
১২৫. আশীতে বিষ যার = আশীবিষ -কোন বহুব্রীহি সমাস? ক. ব্যধিকরণ খ. অলুক গ. প্রত্যয়ান্ত ঘ. ব্যতিহার উত্তরঃ ক
১২৬. ঈষৎ রক্তিম = আরক্তিম -এখানে ‘আ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক. অনিক্রমতা খ. ঈষৎ গ. সমগ্র ঘ. বিরোধ উত্তরঃ খ
১২৭. ‘রাজপুত’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি? ক. পুত্রের রাজা খ. রাজার পুত্র গ. রাজা যে পুত্র ঘ. জাতিবিশেষ উত্তরঃ ঘ
১২৮. কূলের সমীপে = উপকুল -এটা কোন সমাস? ক. দ্বিগু সমাস খ. অব্যয়ীভাব সমাস গ. দ্বন্দ্ব সমাস ঘ. বহুব্রীহি সমাস উত্তরঃ খ
১২৯. ‘নির্দয়’ কোন সমাস? ক. নিত্য সমাস খ. নঞ বহুব্রীহি সমাস গ. অব্যয়ীভাব সমাস ঘ. কর্মধারয় সমাস উত্তরঃ খ
১৩০. ‘প্রাণপাখি’ কোন সমাস? ক. রূপক কর্মধারয় খ. মধ্যপদলোপী কর্মধারয় গ. উপমান কর্মধারয় ঘ. উপমিত কর্মধারয় উত্তরঃ ক
১৩১. দশানন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. দশ ও আনন খ. দশ সংখ্যক আনন গ. দশ আননের সমাহার ঘ. দশ আনন আছে যার উত্তরঃ ঘ
১৩২. ‘অনুপ্রেরণা’ কোন মাসের উদাহরণ? ক. বহুব্রীহি সমাস খ. প্রাদি সমাস গ. নিত্য সমাসে ঘ. অব্যয়ীভাব সমাস উত্তরঃ ঘ
১৩৩. নিচের কোনটি উপপদ সমাস? ক. কর পল্লবের মত খ. রাতে কানা গ. ছেলে ধরে যে ঘ. পঞ্চ বটের সমাহার উত্তরঃ গ
১৩৪. ‘মুখ চন্দ্রের ন্যায়’ -কোন সমাস? ক. দ্বন্দ্ব সমাস খ. তৎপুরুষ সমাস গ. অব্যয়ীভাব সমাস ঘ. উপমিত কর্মধারয় উত্তরঃ ঘ
১৩৫. যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের বিলুপ্তি ঘটে তাকে কি বলা হয়? ক. উপমান কর্মধারয় খ. উপমিত কর্মধারয় গ. রূপক কর্মধারয় ঘ. মধ্যপদলোপী কর্মধারয় উত্তরঃ ঘ
১৩৬. যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের বিলুপ্তি ঘটে তাকে কি বলা হয়? ক. উপমান কর্মধারয় খ. উপমিত কর্মধারয় গ. রূপক কর্মধারয় ঘ. মধ্যপদলোপী কর্মধারয় উত্তরঃ ঘ
১৩৭. ‘চিরসুখী’ কোন সমাস? ক. দ্বন্দ্ব খ. দ্বিগু গ. দ্বিতীয়া তৎপুরুষ ঘ. অব্যয়ীভাব উত্তরঃ গ
১৩৮. ‘তালতমাল’ কোন সমাস? ক. দ্বন্দ্ব খ. দ্বিগু গ. ব্যতিহার বহুব্রীহি ঘ. অব্যয়ীভাব উত্তরঃ ক
১৩৯. ‘চা-বাগান’ শব্দটির ব্যাসবাক্য কি? ক. চা ও বাগান খ. চা হতে যে বাগান গ. চায়ের বাগান ঘ. চা উৎপন্ন বাগান উত্তরঃ গ
১৪০. ‘খেয়াঘাট’ সমস্তপদটির ব্যাসবাক্য কি? ক. খেয়ার ঘাট খ. খেয়া ও ঘাট গ. খেয়ার নিমিত্ত ঘাট ঘ. সবগুলো ঠিক উত্তরঃ ক
১৪১. ‘জলচর’ কোন সমাস? ক. উপপদ তৎপুরুষ খ. কর্মধারয় গ. দ্বিগু ঘ. অব্যয়ীভাব উত্তরঃ ক
১৪২. ‘অলৌকিক’ কোন সমাস? ক. দ্বন্দ্ব খ. কর্মধারয় গ. নঞ তৎপুরুষ ঘ. দ্বিগু উত্তরঃ গ
১৪৩. ‘গরমিল’ -এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. মিলের অবাব খ. অমিলের সদৃশ গ. মিল ও অমিল ঘ. অমিল রূপের ন্যায় উত্তরঃ ক
১৪৪. ‘নীলকণ্ঠ’ কোন সমাস? ক. সমানাধিকরণ বহুব্রীহি খ. দ্বিগু গ. ব্যতিহার বহুব্রীহি ঘ. রূপক কর্মধারয় উত্তরঃ ক
১৪৫. ‘সুগন্ধি’ কোন সমাস? ক. কর্মধারয় খ. প্রাদি গ. বহুব্রীহি ঘ. দ্বন্দ্ব উত্তরঃ গ
১৪৬. ‘দেশে বিদেশে’ কোন সমাস? ক. অলুক দ্বন্দ্ব খ. অবয়ীভাব গ. ব্যতিহার বহুব্রীহি ঘ. দ্বিগু উত্তরঃ ক
১৪৭. ব্যাপ্তি বোঝালে কোন সমাস হয়? ক. পঞ্চমী তৎপুরুষ খ. দ্বিতীয়া তৎপুরুষ গ. চতুর্থী তৎপুরুষ ঘ. সপ্তমী তৎপুরুষ উত্তরঃ খ
১৪৮. ‘পলান্ন’ কোন সমাস? ক. রূপক কর্মধারয় খ. মধ্যপদলোপী কর্মধারয় গ. উপমিত কর্মধারয় ঘ. উপমান কর্মধারয় উত্তরঃ খ
১৪৯. ‘অসুর’ সমস্ত পদটির ব্যাসবাক্য কি? ক. সুরের অভাব খ. দস্যুবিশেষ গ. তালের অভাব ঘ. সুরবিরোধী উত্তরঃ ঘ
১৫০. ‘তুষারশুভ্র’ -এর ব্যাসবাক্য কি? ক. তুষারের ন্যায় শুভ্র খ. তুষার যেমন শুভ্র গ. তুষার শুভ্রের ন্যায় ঘ. শুভ্র তুষারের ন্যায় উত্তরঃ ক
১৫১. ন আদর – অনাদর। এটি কোন সমাসের উদাহরণ? ক. বহুব্রীহি খ. নঞ বহুব্রীহি গ. দ্বিগু ঘ. নঞ তৎপুরুষ উত্তরঃ ঘ
১৫২. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? ক. সমানাধিকরণ খ. প্রত্যয়ান্ত গ. ব্যাধিকরণ ঘ. কোনটিই না উত্তরঃ ক
১৫৩. ‘অবোধ’ কোন সমাস(নাই বোধ যার)? ক. অব্যয়ীভাব খ. তৎপুরুষ গ. কর্মধারয় ঘ. বহুব্রীহি উত্তরঃ ঘ
১৫৪. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? ক. বিমনা খ. সজ্জন গ. প্রভাত ঘ. নির্বিঘ্ন উত্তরঃ ক
১৫৫. কোনটি বহুব্রীহি সমাস? ক. সুপুরুষ খ. দশানন গ. সাদাকালো ঘ. চৌরাস্তা উত্তরঃ খ
১৫৬. ‘পকেট মার’ কোন সমাসের উদাহরণ ? ক. পঞ্চমী তৎপুরুষ খ. উপপদ তৎপুরুষ গ. প্রাদি সমাস ঘ. বহুব্রীহি সমাস উত্তরঃ ঘ
১৫৭. নিচের কোনটি ব্যাতিহার বহুব্রীহির উদাহরণ? ক. কানাকানি খ. আশীবিষ গ. হাতেখড়ি ঘ. হাতেনাতে উত্তরঃ ক
১৫৮. বেমানান(মানানোর অভাব)? ক. অব্যয়ীভাব খ. তৎপুরুষ গ. বহুব্রীহি ঘ. দ্বিগু উত্তরঃ ক
১৫৯. ‘অনুতাপ’ (তাপের পশাৎ) কোন সমাস? ক. অব্যয়ীভাব খ. তৎপুরুষ গ. কর্মধারয় ঘ. বহুব্রীহি উত্তরঃ ক
১৬০. নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? ক. নির্জন খ. পঞ্চবটী গ. দেশান্তর ঘ. অনুতাপ উত্তরঃ ঘ
১৬১. প্রিয়ংবদা শব্দটি কোন সমাস? ক. বহুব্রীহি খ. উপপদ তৎপুরুষ গ. রূপক কর্মধারয় ঘ. ষষ্ঠী তৎপুরুষ উত্তরঃ খ
১৬২. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? ক. পরপদ খ. পূর্বপদ গ. উভয়পদ ঘ. অন্যপদ উত্তরঃ ক
১৬৩. ‘লঙ্কা বাটা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. লঙ্কা ও বাটা খ. যা লঙ্কা তাই বাটা গ. লঙ্কার বাটা ঘ. বাটা যে লঙ্কা উত্তরঃ খ
১৬৪. ‘নবপৃথিবী’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. নব ও পৃথিবী খ. নব পৃথিবী যার গ. নব পৃথিবীর ন্যায় ঘ. নব যে পৃথিবী উত্তরঃ ঘ
১৬৫. যে সমাসে পূর্ব পদের বিভক্ত লোপ হয় না তাকে বলে- ক. নিত্য সমাস খ. প্রাদি সমাস গ. দ্বন্দ্ব সমাস ঘ. অলুক সমাস উত্তরঃ ঘ
১৬৬. উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? ক. উপমান খ. উপমিত গ. কর্মধারয় ঘ. উপপদ তৎপুরুষ উত্তরঃ ঘ
১৬৭. ‘ছায়াশীতল’ কোন সমাস(ছায়াতে শীতল)? ক. তৎপুরুষ খ. বহুব্রীহি গ. কর্মধারয় ঘ. দ্বিগু উত্তরঃ ক
১৬৮. ‘বিশ্বকবি’ সমাস কি হবে? ক. বিশ্বরূপ কবি খ. যিনি বিশ্বের কবি গ. বিশ্ব ও কবি ঘ. বিশ্বের কবি উত্তরঃ ঘ
১৬৯. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস? ক. কর্মধারয় খ. তৎপুরুষ গ. বহুব্রীহি ঘ. কোনটিই না উত্তরঃ খ
১৭০. নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ? ক. সাতসমুদ্র খ. প্রতিদিন গ. নীলকন্ঠ ঘ. মুখেভাত উত্তরঃ ক
১৭১. দ্বিগু সমাসে কোন পদ প্রধান? ক. পরপদ খ. পূর্বপদ গ. উভয়পদ ঘ. অন্যপদ উত্তরঃ ক
১৭২. ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ? ক. দ্বিগু খ. অব্যয়ীভাব গ. নিত্য সমাস ঘ. বহুব্রীহি উত্তরঃ ক
১৭৩. কোনটি দ্বিগু সমাস? ক. পুরুষ সিংহ খ. চৌরাস্তা গ. হাটবাজার ঘ. কোনটিই না উত্তরঃ খ
১৭৪. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস? ক. গুরুদেব খ. মৌমাছি গ. মহাজন ঘ. কাঁচামিঠে উত্তরঃ খ
১৭৫. সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়- ক. উপমান কর্মধারয় খ. উপমিত কর্মধারয় গ. রূপক কর্মধারয় ঘ. মধ্যপদলোপী কর্মধারয় উত্তরঃ খ
১৭৬. প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস? ক. তৎপুরুষ খ. কর্মধারয় গ. দ্বন্দ্ব ঘ. অব্যয়ীভাব উত্তরঃ খ
১৭৭. ‘নদীমাতৃক’ শব্দের সমাস হল- ক. নদী মাতা যার খ. নদীতে মাতা আছে যার গ. নদী ও মাতা ঘ. নদী এবং মাতৃকা উত্তরঃ ক
১৭৮. ‘কাঁচামিঠা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. কাচাঁ ও মিঠা খ. যা কাচাঁ তাই মিঠা গ. কাচাঁ হয়েও মিঠা ঘ. কাচাঁ যে মিঠা উত্তরঃ খ
১৭৯. ‘স্মৃতিসৌধ’ কোন সমাস? ক. উপমান কর্মধারয় খ. মধ্যপদলোপী কর্মধারয় গ. উপমিত কর্মধারয় ঘ. রূপক কর্মধারয় উত্তরঃ ক
১৮০.’হারামণি’ কোন সমাস(হারিয়েছে যে মণি)? ক. তৎপুরুষ খ. কর্মধারয় গ. বহুব্রীহি ঘ. অব্যয়ীভাব উত্তরঃ খ
১৮১. নিচের কোনটি কর্মধারয় সমাস? ক. খাসমহল খ. আকণ্ঠ গ. মৌলভী সাহেব ঘ. রাজর্ষি উত্তরঃ ঘ
১৮২. ‘মহাকীর্তি’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. মহতী যে কীর্তি খ. মহা যে কীর্তি গ. মহান যে কীর্তি ঘ. মহান কীর্তি যার উত্তরঃ ক
১৮৩. রাজর্ষি– ক. যিনি রাজা তিনি ঋষি খ. রাজার মত ঋষি গ. রাজা তিনি ঋষি ঘ. যিনি ঋষি তিনি রাজা উত্তরঃ ক
১৮৪. আয়ের উপর কর=আয়কর, কোন সমাস? ক. দ্বন্দ্ব সমাস খ. মধ্যপদলোপী কর্মধারয় গ. বহুব্রীহি সমাস ঘ. কোনটিই না উত্তরঃ খ
১৮৫. হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব? ক. মিলনার্থে খ. সমার্থে গ. বিপরীতার্থে ঘ. বিয়োদার্থে উত্তরঃ খ
১৮৬. অহিনকুল কোন সমাস? ক. কর্মধারয় খ. বহুব্রীহি গ. দ্বিগু ঘ. দ্বন্দ্ব উত্তরঃ ঘ
১৮৭. আমি,তুমি ও সে ক. সবাই খ. আমরা গ. সকলে ঘ. আমাদের উত্তরঃ খ
১৮৮. ব্যাসবাক্যের অপর নাম কী? ক. বিগ্রহ বাক্য খ. উত্তরপদ গ. চর্যাপদ ঘ. পূর্বপদ উত্তরঃ ক
১৮৯. ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত? ক. দ্বন্দ্ব সমাস খ. অব্যয়ীভাব সমাস গ. তৎপুরুষ সমাস ঘ. কর্মধারয় সমাস উত্তরঃ ক
১৯০. ‘শশব্যস্ত’ কোন সমাস(শশকের ন্যায় ব্যস্ত)? ক. কর্মধারয় খ. তৎপুরুষ গ. বহুব্রীহি ঘ. অব্যয়ীভাব উত্তরঃ ক
১৯১. নব রত্নের সমাহার– ক. নয়ারত্ন খ. নবরত্ন গ. নয় রতন ঘ. নবরতন উত্তরঃ খ
১৯২. কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়? ক. যৌবনবন খ. ক্ষুধানল গ. জীবনপ্রদীপ ঘ. যুবজানি উত্তরঃ ঘ
১৯৩. সমাস নিস্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, সে সকল শব্দকে কি বলে ? ক. যোগরূঢ় শব্দ খ. রূঢ়ি শব্দ গ. মৌলিক শব্দ ঘ. তৎসম শব্দ উত্তরঃ ক
১৯৪. ’কদাচার’ শব্দটি কোন সমাস? ক. কর্মধারয় খ. তৎপুরুষ গ. বহুব্রীহি ঘ. দ্বন্দ্ব উত্তরঃ ক
১৯৫. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? ক. কাজ-কর্ম খ. খাসমহল গ. মুখোমুখি ঘ. উপকূল উত্তরঃ গ
১৯৬. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? ক. পল্লান্ন খ. মশা-মাছি গ. বেহায়া ঘ. চিরসুখী উত্তরঃ ক
১৯৭. ‘মহর্ষি’ কোন সমান? ক. দ্বন্দ্ব খ. কর্মধারয় গ. তৎপুরুষ ঘ. দ্বিগু উত্তরঃ খ
১৯৮. কোনটি ‘অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ? ক. ঘরে-বাইরে খ. ঘর-বাড়ি গ. ভাই-বোন ঘ. আমরা উত্তরঃ ক
১৯৯. নিচের কোন শব্দটি সমাস নিস্পন্ন শব্দ ? ক. হাতপাখা খ. রান্না গ. প্রহার ঘ. উপকার উত্তরঃ ক
২০০. অর্থসঙ্গতি বিশিষ্ট একাধিক পদের একপদে পরিণত হওয়ার নাম কি ? ক. সমাস খ. কারক গ. বচন ঘ. বাচ্য উত্তরঃ ক
২০১. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ? ক. আরবি খ. ফারসি গ. সংস্কৃত ঘ. ইংরেজি উত্তরঃ গ
২০২. সমস্তপদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয়, তার নাম কি ? ক. সরল বাক্য খ. মিশ্র বাক্য গ. জটিল বাক্য ঘ. ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য উত্তরঃ ঘ
২০৩. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে কি বলে ? ক. অলুক তৎপুরুষ খ. উপপদ তৎপুরুষ গ. কৃ -তৎপুরুষ ঘ. অলুক তৎপুরুষ উত্তরঃ খ
২০৪. সমাসবদ্ধ পদের পরবর্তী পদকে কি বলে ? ক. পূর্বপদ খ. পরপদ গ. বিষেশ্য পদ ঘ. বিশেষণ পদ উত্তরঃ খ
২০৫. সমাসবদ্ধ পদের পূর্ববর্তী পদকে কি বলে ? ক. পূর্বপদ খ. পরপদ গ. বিষেশ্য পদ ঘ. বিশেষণ পদ উত্তরঃ ক
২০৬. পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপের ফলে যে সমাস হয়, তার নাম কি ? ক. তৃতীয়া তৎপুরুষ খ. সপ্তমী তৎপুরুষ গ. ষষ্ঠী তৎপুরুষ ঘ. অব্যয়ীভাব উত্তরঃ গ
২০৭. সপ্তমী তৎপুরুষের উদাহরণ কোনটি ? ক. মাতৃসেবা খ. তালকানা গ. মনগড়া ঘ. শাপমুক্ত উত্তরঃ খ
২০৮. সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. ধ্বনিতত্ত্বে খ. রূপতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. অর্থতত্ত্বে উত্তরঃ খ
২০৯. পরপদের অপর নাম কি ? ক. উপপদ খ. পূর্বপদ গ. বিষেশ্য পদ ঘ. উত্তরপদ উত্তরঃ ঘ
২১০. সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে ? ক. ধাতু খ. প্রত্যয় গ. সন্ধি ঘ. কারক উত্তরঃ গ
২২০. কোন সমাসের সমস্যমানপদের বিভক্তি লোপ পায় না ? ক. অলুক খ. প্রাদি গ. উপপদ ঘ. নিত্য উত্তরঃ ক
২২১. উভয় পদের অর্থ প্রধান হয় কোন সমাসে ? ক. দ্বন্দ্ব খ. তৎপুরুষ গ. অব্যয়ীভাব ঘ. দ্বিগু উত্তরঃ ক
২২২. দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদে সম্বন্দ্ধ বুঝাবার জন্য কয়টি অব্যয় ব্যবহৃত হয় ? ক. ৩ টি খ. ২ টি গ. ৪ টি ঘ. ৫ টি উত্তরঃ ক
২২৩. উপমান অর্থ কি ? ক. তুলনীয় বস্তু নয় খ. তুলনীয় বস্তু গ. সম্মানিত বস্তু ঘ. অতুলনীয় বস্তু উত্তরঃ খ
২২৪. কর্মে পরস্পর বুঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদে কোন সমাস হয় ? ক. তৎপুরুষ খ. দ্বিগু গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব উত্তরঃ গ
২২৫. হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস ? ক. মিলনার্থে খ. বিরোধার্থে গ. সমার্থে ঘ. বিপরীতার্থে উত্তরঃ গ
২২৬. কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস ? ক. দুধে -ভাতে খ. কাগজ-পত্র গ. ভাই-বোন ঘ. জমা-খরচ উত্তরঃ খ
২২৭. দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি ? ক. তৎপুরুষ খ. দ্বিগু গ. বহুব্রীহি ঘ. কর্মধারয় উত্তরঃ গ
২২৮. কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ ? ক. দা-কুমড়া খ. আয়-ব্যয় গ. জমা-খরচ ঘ. স্বামী-স্ত্রী উত্তরঃ ক
২২৯. তৎপুরুষ সমাস কয় প্রকার ? ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৮ প্রকার ঘ. ৯ প্রকার উত্তরঃ ঘ
২৩০. তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রধান হয় ? ক. পরপদের খ. বিশেষণ পদের গ. নাম পদের ঘ. বিশেষ্য পদের উত্তরঃ ক
২৩১. ব্যাপ্তি অর্থে কোন তৎপুরুষ সমাস হয় ? ক. ৩য়া খ. ৪র্থী গ. ২য়া ঘ. ৫মী উত্তরঃ গ
২৩২. নিমিত্তার্থে কোন তৎপুরুষ সমাস হয় ? ক. ২য়া খ. ৪র্থী গ. ৩য়া ঘ. ৫মী উত্তরঃ খ
২৩৩. ‘রাজহাঁস’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ? ক. রাজার হাঁস খ. হাঁসের রাজা গ. হাঁসদের রাজা ঘ. কোনটিই নয় উত্তরঃ খ
২৩৪. ‘রাজপথ’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ? ক. রাজার পথ খ. পথের রাজা গ. রাজপুত্রদের পথ ঘ. রাজাদের পথ উত্তরঃ খ
২৩৫. যে তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়া বিভক্তির লোপ পায় না, তাকে বলে – ক. উপপদ তৎপুরুষ খ. নঞ তৎপুরুষ গ. অলুক তৎপুরুষ ঘ. নিমিত্তার্থে তৎপুরুষ উত্তরঃ গ
২৩৬. যে সমাসে সমস্যমান পদগুলোর অর্থ না বুঝিয়ে তৃতীয়পদকে বুঝায়, তাকে কি বলে ? ক. দ্বিগু সমাস খ. বহুব্রীহি সমাস গ. তৎপুরুষ সমাস ঘ. ব্যতিহার বহুব্রীহি সমাস উত্তরঃ খ
২৩৮. পূর্বপদে বিশ্লেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে কোন বহুব্রীহি বলে ? ক. ব্যধিকরণ খ. ব্যতিহার গ. সংখ্যাবাচক ঘ. সমানাধিকরণ উত্তরঃ ক
২৩৯. ক্রিয়ার পারস্পরিকতা অর্থে কোন বহুব্রীহি হয় ? ক. নঞ খ. ব্যধিকরণ গ. সমানাধিকরণ ঘ. ব্যতিহার উত্তরঃ ঘ
২৪০. নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি কোন পদ হয় ? ক. বিশেষ্য পদ খ. সর্বনাম পদ গ. বিশেষণ পদ ঘ. অব্যয় পদ উত্তরঃ গ
২৪১. অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি কোন পদ হয় ? ক. বিশেষ্য খ. বিশেষণ গ. অব্যয় ঘ. সর্বনাম উত্তরঃ খ
২৪২. ‘আশীবিষ’ অর্থ কি ? ক. ভুজঙ্গ খ. মার্তন্ড গ. হুতাশন ঘ. মাতঙ্গ উত্তরঃ ক
২৪৩. কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ ? ক. নরাধম খ. দ্বীপ গ. বর্ণচোরা ঘ. দোলন উত্তরঃ খ
২৪৪. সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষণের যে সমাস হয়, তাকে কি সমাস বলে ? ক. তৎপুরুষ খ. দ্বিগু গ. অ-প্রধান ঘ. বহুব্রীহি উত্তরঃ খ
২৪৪. দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি কোন পদ ? ক. ক্রিয়া খ. সর্বনাম গ. বিষেশ্য ঘ. বিশেষণ উত্তরঃ গ
২৪৫. দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রধান হয় ? ক. পরপদ খ. উওরপদ গ. পূর্বপদ ঘ. সমস্তপদ উত্তরঃ গ
২৪৬. দ্বিগু সমাসে পূর্বপদ কি হয় ? ক. নামবাচক বিশেষ্য খ. সংখ্যাবাচক বিশেষ্য গ. সমস্যমান পদ ঘ. সমস্তপদ উত্তরঃ খ
২৪৭. দ্বিগু সমাস কোন অর্থে ব্যবহৃত হয় ? ক. সমাহার খ. সমাচার গ. সমাপন ঘ. সমাবেশ উত্তরঃ ক
২৪৮. অনুতাপ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি ? ক. দ্ব্যর্থকতা খ. ভিন্নার্থকতা গ. অনুরূপ তাপ ঘ. তাপের পশ্চাৎ উত্তরঃ গ
২৪৯. কেবলমাত্র অব্যয়ের অর্থ যোগে ব্যাসবাক্য গঠিত হয় কোন সমাসে ? ক. দ্বিগু খ. নিত্য গ. অব্যয়ীভাব ঘ. উপপদ উত্তরঃ গ
২৫০. দিনদিন = প্রতিদিন – কোন অর্থে অব্যয়ীভাব ? ক. অতিক্রান্ত খ. বিপ্‌সা গ. পর্যন্ত ঘ. ক্ষুদ্র উত্তরঃ খ
২৫১. আরক্তিম কোন অর্থে ব্যবহৃত হয় ? ক. পশ্চাৎ খ. সমগ্র গ. ঈষৎ ঘ. বেশী? উত্তরঃ গ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply