আদর্শ থেকে বিচ্যুত হবার একমাত্র মাধ্যম হচ্ছে ভয়৷

— ফেরোরিনাস

বধুয়া আমার চোখে জল এনেছে Lyrics

বধুয়া আমার চোখে জল এনেছে,
হায় বিনা কারণে।।
বধুয়া আমার চোখে জল এনেছে,
হায় বিনা কারণে।।
নীল আকাশ থেকে একি বাজ হেনেছে,
হায় বিনা কারণে।।
বধুয়া আমার চোখে জল এনেছে
হায় বিনা কারণে।।
দিনে দিনে মুল্য বিনে,
সে যে আমায় নিলো কিনে।।
দিনে দিনে মুল্য বিনে,
সে যে আমায় নিলো কিনে।।
এ মনে যতন করে,
বিফল প্রেমের বীজ বুনেছে হায়।।
এ মনে যতন করে,
বিফল প্রেমের বীজ বুনেছে হায়,
বিনা কারণে।।
নীল আকাশ থেকে একি বাজ হেনেছে,
হায় বিনা কারণে।।
বধুয়া আমার চোখে জল এনেছে,
হায় বিনা কারণে।।

আমি তো খুজি কারণ, মন আমায় করে বারণ
বলে কেন এমন মরন বিনা কারণে]-(২) ।
আমি বাদী, আমি বিবাদী কোথাও উধাও অপরাধী-(২)
কেনো সেই রুপের আলো বুকে জ্বেলে আছি বেঁচে হায়
বিনা কারনে
নীল আকাশ থেকে একি বাজ হেনেছে হায় বিনা কারণে

Bodhua Amar Chokhe Lyrics

Bandhua Amar Chokhe Jal Enechhe lyrics

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply