In the end, it’s not the years in your life that count. It’s the life in your years.

— Abraham Lincoln

প্রকৃতি নিয়ে খেলছে তারা

প্রকৃতি নিয়ে খেলছে তারা

উন্নত রাস্ট্রে হচ্ছে উন্নতি
হচ্ছে লড়াই করছে বড়াই,
পুজিঁবাদী’রা লড়ে প্রতিহিংসায়!
অতিরিক্ত দূষনে ফেলছে প্রভাব
হচ্ছে দূর্যোগ পাচ্ছে বিনিয়োগ ।

পৃথিবীটা যেনো তাদের একার
বাকিরা সব ধুলোয় আধার,
ছোট দেশের উপর ফেলে প্রভাব
হুমকি দেয় আবার পারমাণবিক বোমার ।

প্রকৃতি যেনো তাদের বাঁধা
তাকেই নিয়ে করে খেলা,
যেই পরিবেশে ঘুমায় তারা
সেই পরিবেশ কে গিলছে তারা ।

আজ হয়তো বুঝছে না
প্রকৃতিও একদিন ছাড়বে না,
সময় সেদিন থাকবে না
প্রকৃতি ও সেদিন থাকবে না ।

Writer: মোস্তাক আহম্মেদ সাগর

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply