মানুষ যখন পথ চিনিবার জন্য চেষ্টা ও পরিশ্রম করে তখন আমি তাহাদিগকে আমার পথ চিনাইয়া থাকি৷ – পারা 21, সুরা আনকাবুত-7

— আল কোরআন

নীল সাগরে

নীল সাগরে
অতল গভীরে
গাংচিল ওড়ে আর কতো গান গায়
তোমার আকাশে
আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়।

রঙিন আতসবাজী
ছোট ছোট স্মৃতি সব
ভীড় করে আকাশে আবার মিলায়
হায় হায় দিন যায়
রাত যায় সব যায়
তবু আমি বসে থাকি তোমার আশায়

নীল সাগরে
অতল গভীরে
সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায়
তোমার গভীরে
আমার ডুবুরী মন
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়

Neel Sagare (Gautam Chattopadhyay) – mohiner ghoraguli Band

What’s your Reaction?
+1
34
+1
2
+1
1
+1
3
+1
1
+1
1
+1
2

Leave a Reply