বিপদ এসে বিপদ মুক্ত করবে আমাদের
বিশ্বাস জাগাচ্ছে সব রাজনীতির লোক
অঙ্গীকার এসে করছে আস্ফালন
চণ্ডাল অশোক আজ হবে ধর্মাশোক
আমরা নির্বুদ্ধিজীবী দলে দলে
মঞ্চের চারপাশে পরম কৌতূহলে
হাততালি দিয়ে স্বাগত জানিয়েছি
হয়তো বুঝি না কিছু তবু মাজা দোলে
এ নাচে, ও নাচে
সুখেও অসুখ বাঁচে
চাঁদ গড়াগড়ি যায়
আমাদের স্বপ্নের কাছে…
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1