নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

নির্বুদ্ধিজীবী

বিপদ এসে বিপদ মুক্ত করবে আমাদের
বিশ্বাস জাগাচ্ছে সব রাজনীতির লোক
অঙ্গীকার এসে করছে আস্ফালন
চণ্ডাল অশোক আজ হবে ধর্মাশোক

আমরা নির্বুদ্ধিজীবী দলে দলে
মঞ্চের চারপাশে পরম কৌতূহলে
হাততালি দিয়ে স্বাগত জানিয়েছি
হয়তো বুঝি না কিছু তবু মাজা দোলে

এ নাচে, ও নাচে
সুখেও অসুখ বাঁচে
চাঁদ গড়াগড়ি যায়
আমাদের স্বপ্নের কাছে…

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply