কেনো এই নিঃসঙ্গতা
কেনো এই মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারনে
কেউ না জানুক কার স্বরণে
কোন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে
স্বপ্ন গুলো অন্য কারো
ভুলগুলো আমারি
কান্নাগুলো থাক দু চোখে
কষ্ট আমারি
ভেবে নেব প্রেম আলেয়ার আধারি
কেউ না জানুক কোন বিরহে
দিন চলে যায় আজ কিভাবে
কোন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
ইচ্ছে গুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারি
সুখ না হোক অন্য কারো দুঃখরা আমারি
ভুলে যাব মন কেনো আজ ফেরারী
কেউ না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নিরবে হায়
কোন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে
কেনো এই নিঃসঙ্গতা
কেনো এই মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারনে
কেউ না জানুক কার স্বরণে
কোন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে
Song: Nishshongota [Keno Ei Nishongota, Keno Ei Mounota] Singer: Partho Barua Album: Aaj Din Katuk Gaane Band: Souls Album Type: Band Album
Leave a Reply
You must be logged in to post a comment.