Be silent, Only the Hand of God Can remove The burdens of your heart.

ধর্মের দাওয়াত

ধর্মের দাওয়াত
Dhormer Daoyat
কথা,সুর ও শিল্পী: অর্জুন বিশ্বাস
[আমি ধর্মের দাওয়াত অনেক পেয়েছি]-২
এতে আমার আগ্রহ নাই
কর্মের দাওয়াত চাই
একটা কর্মের দাওয়াত চাই।
কর্মের দাওয়াত চাই
ভালোকর্মের দাওয়াত চাই।
আমি কর্মের মাধ্যমে উপার্জন করে
ভালোভাবে বাঁচতে চাই
[কর্মের দাওয়াত চাই
একটা কর্মের দাওয়াত চাই]-২
[ধর্মশালা না থাকলেও
স্রষ্টাকে ডাকা যায়
কর্মশালা যদি নাই থাকে
কর্ম করব কোথায়?(ওই)]-২
তাই পৃথিবী সাজাতে মানুষ বাঁচাতে
কর্মের তুলনা হয়না ভাই
[কর্মের দাওয়াত চাই
একটা কর্মের দাওয়াত চাই]-২
[পৃথিবীতে বেশি বেশি কর্মশালা
যদি প্রতিষ্ঠা হতো,
পৃথিবীর সকল বেকার মানুষেরা
কর্ম করে খেত]-২
ওই কর্মের মধ্যে ধর্মটা পেত
বাস্তব জীবনটা করতো যাচাই
[কর্মের দাওয়াত চাই
একটা কর্মের দাওয়াত চাই]-২
[কোনো ধর্মদর্শন ভালোবেসে
যদি কেউ ধর্মান্তরিত হয়,
সেইসব ধর্মের মহত্ত্ব সত্য
দর্শনেরও হয় জয়]-২
তবে জোর করে ধর্মান্তরিতকরণে
খাটো হয়ে যায় সেই ধর্মটাই
[কর্মের দাওয়াত চাই
একটা কর্মের দাওয়াত চাই]-২
[আমারতো ধর্ম আছেই একটা
মনেপ্রাণে করি তা লালন
সেবাময় সেই ধর্মদর্শন
নিয়মিত করি পালন]-২
তাই আমার একটা ভালোকর্মের দরকার
শুনে রাখো ভাই তোমরা সবাই
[কর্মের দাওয়াত চাই
একটা কর্মের দাওয়াত চাই]-২
আমি ধর্মের দাওয়াত অনেক পেয়েছি
এতে আমার আগ্রহ নাই
কর্মের দাওয়াত চাই
একটা কর্মের দাওয়াত চাই।
কর্মের দাওয়াত চাই
ভালোকর্মের দাওয়াত চাই।
আমি কর্মের মাধ্যমে উপার্জন করে
ভালোভাবে বাঁচতে চাই
[কর্মের দাওয়াত চাই
একটা কর্মের দাওয়াত চাই]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply