দিল কি দয়া হয়না
কণ্ঠঃ পবন দাস বাউল
…………………………………………………….
দিন দুনিয়ার মালিক খোদা
দিল কি দয়া হয়না
তোমার দিল কি দয়া হয়না (২)
কাটার আঘাত দাও গো যারে তার (২)
ফুলের আঘাত সয়না
তোমার দিল কি দয়া হয়না
দিন দুনিয়ার মালিক খোদা
তোমার দিল কি দয়া হয়না (২)
সব দিয়ে যার সবই কেরে নাও (২)
তার তো প্রানে সয়না
তোমার দিল কি দয়া হয় না
দিন দুনিয়ার মালিক খোদা
তোমার দিল কি দয়া হয়না
সেই দুঃখে তে বন্ধুকে মোর (২)
কবরে শুয়াই রে
দম যেন মোর যায়
আহা দম জেন মোর যায়
দিন দুনিয়ার মালিক খোদা
দিল কি দয়া হয়না
তোমার দিল কি দয়া হয়না (২)
যে পথে যে কাটায় ঘেরা
কোনবা পথে চলবে
আহা কোনবা পথে চলবে
যে মুখে তার বেথায় ভরা (২)
কোনবা মুখে বলবে
আহা কোনবা মুখে বলবে
দিন দুনিয়ার মালিক খোদা
দিল কি দয়া হয়না
তোমার দিল কি দয়া হয়না (২)
din duniyar malik khoda lyrics
dil ki doya hoy na lyrics