তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি তাই দু হাত ভরে
দিলে আগুন উজাড় করে
সেকি তোমার অহংকার..
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি চাও বাউল বাতাস কিংবা
হঠাৎ সর্বনাশা আগুন খেলা
শান্ত আকাশে তখন সাঁঝের বেলা (x2)
এমনি তোমার ইচ্ছে চলা যায় ভেসে যায়
পাগল পারা ..
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
যদি ধর যে তার বাজি আমি হেরে যেতে রাজি
যদি ধর যে তার বাজি আমি হেরে যেতে রাজি
কখনো কি শুন্য মন অরণ্য কোণে
হওনি নিজের মুখ মুখি
ভালোবাসার আঁধার তোমায় পোড়ায়নি কি (x2)
সে আঁধারে তুমি কি আমার
অহংকারের পাওনি সাড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি তাই দু হাত ভরে
দিলে আগুন উজাড় করে
সেকি তোমার অহংকার..
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
Tomar Kache Fagun Cheyeche lyrics by Shubhomita Banerjee from Ichhe Paari 2004
SONG
Tomar Ahankar
ARTIST
Subhamita
ALBUM
Icchhe Paari
tomar kache fagun cheyeche lyrics