In this life we cannot do great things. We can only do small things with great love

— Mother Teresa

টিকাটুলির মোড়ে একটা

আরে টিকাটুলির মোড়ে
একটা অভিসার সিনেমা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে।।
(অ অ ও ভাই !
একদিন গেলাম সিনেমা দেখতে,
আর রিক্সা থেকে নেমে দেখি
হলে একটি সুন্দরী মেয়ে
দাড়িয়ে আছে হঠাৎ দেখি)
সেই মেয়েটির চোখে
আমার চোখ পড়েছে
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
(ও ও ওরে ভাই !
হাউজফুল কোন টিকেট নাই
ব্লাকে দশ টাকার টিকেট
বিশ টাকা দিয়ে কিনে নিয়ে
কোন রকম ভিতরে গিয়ে বসলাম।
হঠাৎ দেখি পাশের চেয়ারে)
সেই মেয়েটি আমার পাশেই বসেছে
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
(অ ও ওরে ভাই !
সিনেমা আরম্ভ হয়ে গেল।
রাজ্জাক শাবানা যখন
প্রেমে হাবুডুবু খাচ্ছিল
তখন আমার বুকের ভিতর
ধুপ ধাপ শুরু হয়ে গেল;
আমি যদি প্রেম করতে পারতাম !
তখন দেখি পাশের সিটে বসা)
সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
(অ ও ওরে ভাই !
আমি মেয়েটিকে বললাম
তোমার নাম কি ?
বলল মালতি বিবি।
আহা গো ! মালতি বিবি বলে)
সেই মেয়েটি একটা
ফোকলা হাসি দিয়েছে।
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
(অ অ ওরে ভাই !
সিনেমা শেষ হওয়ার পথে
রাজ্জাক ভিলেন যখন
ধুম ধাম মারপিট-
আবার শাবানা এসে
রাজ্জাক কে বলল
“আমি তোমার চিরদিনের সাথী”
তখন দেখি পাশের সিটে বসা)
সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
(অ অ ওরে ভাই !
সিনেমা শেষ হয়ে গেল।
বাইরে অাসলাম রিক্সা নিলাম
হঠাৎ দেখি মেয়েটি দৌড়ে এসে
আমার রিক্সার ভিতর চেপে বসেছে।
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে।
(অ অ ওরে ভাই !
মেয়েটি বলল আমাকে
ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে।
গেলাম মোস্তফা হোটেলে
খুব পোলাও কোর্মা খাইলাম
হঠাৎ দেখি বয় একটা পাঁচশ
টাকার বিল এনেছে)
বিলটা দেখে তখন
আমার মাথা ঘুরেছে।
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
(অ অ ওরে ভাই !
খাওয়া-দাওয়া শেষ হয়ে গেল
মেয়েটি বলল ডার্লিং
আজকের মত চলে যাই
বলে চলে গেল।
আমি বাড়ি এসে
রিক্সা থেকে নেমে
রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি
মেয়েটি আমার পকেট মেরে
চলে গিয়েছে;
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !

are Tikatulir More Ekta lyrics

hole naki air condition lyrics


শিল্পী: মতিন চৌধুরী

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0