ছাইয়ের সংলাপ

সবকথা বলে যাব, দ্বিধা ও কর্তব্যে ঢাকব না
ফুল ফুটলে তাকে দিও আমি ওসব কিছুই নেব না
পাপড়ি খুলে কত গৃহবধূ উলুধ্বনির মাঞ্জা দিয়ে চলে যাবে
হাতের চুড়ি রিনিঝিনি প্রেমের বাণী বাজবে সারারাত

তবুও গোপন চিতায় দগ্ধ হওয়া লাশ
চন্দ্রময় পৃথিবীতে উড়বে ছাই
তোমার আমার যত কথা ছাইয়ের সংলাপ

তাকেই যদি বাঁশি বলো ফুটবে রাধাচূড়া
আমি তবে ফিরব মরুপথে যুদ্ধফেরত একটি নম্র ঘোড়া

অচেনা যুগ, শ্রদ্ধা বিহীন সময়, কষ্ট আর বিকল্প সংঘাতে
জন্ম এবং জন্মান্তরে এই আসা-যাওয়া ।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply