প্রশ্ন:তুরস্কের প্রেসিডেন্টের নাম কী?
উঃ রিসেপ তাইয়েপ এরদোয়ান।
প্রশ্ন:উন্নত দেশগুলোর সংগঠন OECD এর মতে, করোনায় বিশ্বে মাথাপিছু ক্ষতি কত ডলার?
উঃ ৯০০ ডলার।
তথ্যঃ
OECD = Organisation for Economic Co-operation and Development.
প্রতিষ্ঠা-১৯৬১ সাল। সদর দপ্তর – প্যারিস।
আজকের ( ২৭\/০৯\/২০২০) পত্রিকা থেকে
।।সহযোগিতায়- মুজিবুর রহমান জয়।।
প্রশ্ন:বিশ্ব নদী দিবস কবে?
উত্তরঃ ২৭ সেপ্টেম্বর।
তথ্যঃ
gt; বিশ্ব নাট্য দিবস – ২৭ মার্চ।
gt; সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী – সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে।
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ১২
প্রশ্ন:দেশে বর্তমানে সচিব পদমর্যাদায় আছেন কতজন?
উত্তরঃ ৭৬ জন।
তথ্যঃ অতিরিক্ত সচিব-৫৬৮ জন, যুগ্ম সচিব- ৭৫১ জন, উপসচিব – ১,৬৩৩ জন।
প্রশ্ন:চাপের মুখে সম্প্রতি পদত্যাগ করা লেবাননের প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ মুস্তাফা আদিব।
*** ভয়াবহ বিস্ফোরণের কারণে দেশটি গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: সম্প্রতি দেশের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি উত্তরবঙ্গ এলাকায় কোন গাছ কমানোর কথা বলেছেন?
উত্তরঃ ইউক্যালিপটাস।
প্রশ্নঃ এ বছর (২০২০) কোন সংস্থার প্লাটিনামজয়ন্তী অনুষ্ঠিত হবে?
উত্তরঃ জাতিসংঘ।
তথ্যঃ ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
প্রশ্নঃ বর্তমানে দেশের পররাষ্ট্রসচিবের নাম কী?
উত্তরঃ মাসুদ বিন মোমেন।
তথ্যঃ দেশের প্রথম পররাষ্ট্র সচিব- সৈয়দ আনোয়ারুল করিম (এস এ করিম)।তিনি জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি । আর বর্তমান স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতিমা। বর্তমানে দেশের পররাষ্ট্রমন্ত্রীর নাম- এ কে আব্দুল মোমেন। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম- মোঃ শাহরিয়ার আলম।
প্রশ্নঃ বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তরঃ ১০৩.৪৮ মিলিয়ন ।
প্রশ্নঃ ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শহীদ কে?
উত্তরঃ প্রীতিলতা ওয়াদ্দেদার।
প্রশ্নঃ এ বছর সাহিত্যে নিউইয়র্কে মুক্তধারার বাংলা বইমেলা পুরস্কার পাচ্ছেন কে?
উত্তরঃ সেলিনা হোসেন।
প্রশ্নঃ কাতারের আমিরের নাম কী?
উত্তরঃ তামিম বিন হামাদ আল থানি।
প্রশ্নঃ ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ এমানুয়েল মাখোঁ।
প্রশ্নঃ সিএএ-বিরোধী বিক্ষোভ করে টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের তালিকায় নাম লিখিয়েছেন কোন ভারতীয় নারী ?
উত্তরঃ বিলকিস।
তথ্যঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম অধিবেশনে তিনি এ ভাষণ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে বাংলায় প্রথম বক্তৃতা করেন- অক্টোবর, ১৯৯৬ সালে।
প্রশ্নঃ বাংলাদেশ প্রথম কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়?
উত্তরঃ ১৯৭৯ সালে।
তথ্যঃ বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রশ্নঃ করোনা ভাইরাস শনাক্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করতে যাচ্ছে কোন দেশ?
উত্তরঃ ফিনল্যান্ড।
তথ্যঃ ফিনল্যান্ডের রাজধানীর নাম – হেলসিংকি।
প্রশ্নঃ এবারের আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে ( আইওআই) বাংলাদেশ কী পদক পেয়েছে ?
উত্তরঃ ব্রোঞ্জ।
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ১৩
প্রশ্নঃ বর্তমান পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত ?
উত্তরঃ ২০১৬-২০২০ (অর্থবছর)।
তথ্যঃ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকালঃ ২০২০-২০২৫ ।
১ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকালঃ ১৯৭৩-১৯৭৮।
প্রশ্নঃ সেরা চলচ্চিত্রে অস্কার ২০২০ জিতেছে কোন সিনেমা ?
উত্তরঃ প্যারাসাইট।
তথ্যঃ দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট এ বছরের (৯২তম) অস্কারের আসরে সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে।
বঙ্গবন্ধুর মন্ত্রীসভায় ২ জন নারী মন্ত্রী ছিলেন ?
১. বদরুন নেছা আহমেদ- শিল্প প্রতিমন্ত্রী
২.বেগম নুরজাহান মোশের্দ – শ্রম প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর হত্যা মামলার পলাতক আসামী ও বর্তমান অবস্থান :
১. কর্নেল ( অব) খন্দকার রশীদ = লিবিয়া
২. লে. কর্নেল ( অব) শরিফুল হক ডালিম = কানাডা
৩. লে. কর্নেল এম এ রাশেদ চৌধুরী = দক্ষিণ আফ্রিকা
৪. মেজর ( অব) নুর চৌধুরী = USA
৫. রিসালাদার মোসলেহ উদ্দিন = USA
৬. ক্যাপ্টেন ( অব) আবদুল মাজেদ = কেনিয়া।
কেন শেখ মুজিবকে ১৯৭২সালে শান্তিতে জুলিও কুরি পুরস্কার দেওয়া হয় ?
বিশ্ব শান্তি পরিষদ জাতির পিতাকে ১৯৭২ সালে ১০
অক্টোবর জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে।