প্রশ্নঃ দেশে করোনায় আক্রান্তের হার সবচেয়ে কম (আজ পর্যন্ত) কোন জেলায় ?
উত্তরঃ নেত্রকোনা (প্রতি ১০ লাখে ২৭২ জন)
NOTE: আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকায় যা প্রতি ১০ লাখে ২২ হাজার ৪২৬ জন। ২য় অবস্থানে ফরিদপুর- প্রতি ১০ লাখে আক্রান্ত ৩ হাজার ১৪৪ জন। আর দেশে আক্রান্তের হার প্রতি ১০ লাখে ২ হাজার ১২৫ জন
প্রশ্নঃ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এর প্রতিপাদ্য কী ?
উত্তরঃ I am Generation Equality: Realizing Women’s Rights”
প্রজন্ম হোক সমতার, সকল নারী অধিকার
NOTE: আন্তর্জাতিক নারী দিবস-৮ মার্চ
প্রশ্নঃ কোন টেনিস টুর্নামেন্ট ক্লে কোর্টে (লাল মাটির ন্যাড়া কোর্ট) খেলা হয় ?
উত্তরঃ ফরাসি ওপেন ।
প্রশ্নঃ Principia Mathematica বইটি কার লেখা ?
উত্তরঃ স্যার আই জ্যাক নিউটন ।
প্রশ্নঃ বিশ্ব বন্ধু দিবস পালন করা হয় কবে ?
উত্তরঃ ৩০ জুলাই।
প্রশ্নঃ স্যার হ্যারল্ড ইভানস কে ছিলেন ?
উত্তরঃ কিংবদন্তি সম্পাদক।
NOTE: তিনি ছিলেন ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমস এর সম্পাদক। তাঁর উল্লেখযোগ্য বই- ‘দ্য অ্যামেরিকান সেঞ্চুরি’, ‘দ্য মেড অ্যামেরিকা’
প্রশ্নঃ পশ্চিম আফ্রিকার দেশ গিনির প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ আলফা কুন্ডে।
প্রশ্নঃ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ মাহিন্দা রাজাপক্ষে।
প্রশ্নঃ জুলু সম্প্রদায় কোন দেশে বাস করে ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা ।
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০২
প্রশ্নঃ নিচের কোন খেলাটি অলিম্পিকে অন্তর্ভুক্ত নয়?
উত্তরঃ ক্রিকেট।
প্রশ্নঃ বিশ্ব হার্ট দিবস কবে?
উত্তরঃ ২৯ সেপ্টেম্বর।
NOTE: দিবসটির এ বারের প্রতিপাদ্য- হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধ।
প্রশ্নঃ দেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তরঃ সেন্ট মার্টিন দ্বীপ।
প্রশ্নঃ দেশে সরকারি কলেজ কতটি?
উত্তরঃ ৬৩২ টি।
প্রশ্নঃ জাতিসংঘে সর্বপ্রথম বাংলায় ভাষণ প্রদান করেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্নঃ কৃষি বিলের প্রতিবাদে সম্প্রতি কোন দেশে কৃষি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ ভারতে।
প্রশ্নঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেসনে কয় দফা প্রস্তাব উত্থাপন করেন?
উত্তরঃ পাঁচ দফা।
প্রশ্নঃ বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
প্রশ্নঃ বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
প্রশ্নঃ বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
প্রশ্নঃ বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
প্রশ্নঃ বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
প্রশ্নঃ বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
প্রশ্নঃ বিশ্ব হার্ট দিবস কবে ?
উত্তরঃ ২৯ সেপ্টেম্বর।
তথ্যঃ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে-২৯তম অধিবেশনে।
জাতীয় ডাকটিকেট দিবস-২৯ জুলাই।
প্রশ্নঃ ফিজির রাজধানির নাম কী ?
উত্তরঃ সুভা।
তথ্যঃ দেশটির প্রধানমন্ত্রীর নাম- ফ্র্যাঙ্ক বেইনিমারামা।
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০৩
প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ?
উত্তরঃ ১৯৮১ সাল ।
তথ্যঃ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস-১৭ মে (১৯৮১)।
প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
প্রশ্নঃ কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
প্রশ্নঃ ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
প্রশ্নঃ ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
প্রশ্নঃ সম্প্রতি গবেষকরা জর্দা ও পান মসলায় কিসের উপাদান পেয়েছেন?
উত্তরঃ ক্যানসারের উপাদান।
তথ্যঃ বিশ্ব ক্যানসার দিবস- ৪ঠা ফেব্রুয়ারি।
প্রশ্নঃ ধোঁয়াহীন তামাকপণ্য ব্যবহারের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশ কততম ?
উত্তরঃ ২য়।
প্রশ্নঃ জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী কবে ইন্তেকাল করেন ?
উত্তরঃ ২৮ এপ্রিল, ২০২০ ।
তথ্যঃ সর্বপ্রথম ১৯৭৫ সালের ১৭ মার্চ জাতীয় অধ্যাপক পদে জয়নুল আবেদীন, আবদুর রাজ্জাক এবং কাজী মোতাহার হোসেনকে নিয়োগ দেয়া হয়।এ পর্যন্ত ২৫ জনকে এ পদে নিয়োগ দেয়া হয় (উইকিপিডিয়া)।
প্রশ্নঃ জাতীয় কন্যাশিশু দিবস কবে ?
উত্তরঃ ৩০ সেপ্টেম্বর ।
তথ্যঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা আছে- ৩০ টি।
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ-৩০ বছর।
ভিয়েতনাম যুদ্ধের স্থায়িত্বকাল -৩০ বছর।
মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারক ক্ষমতায় ছিলেন-৩০ বছর।
দৈনিক পত্রিকা সংগ্রহঃ ০৪
প্রশ্নঃ সারাদেশে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ওসিসি কয়টি ?
উত্তরঃ ১১ টি ।
প্রশ্নঃ সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি gt; gt; ২৬শে মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম সর্বশ্রেষ্ঠ বাঙালির
তালিকায় স্থান। ১৪এপ্রিল ২০০৮ সর্বকালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে প্রকাশ করা হয়।
প্রশ্নঃ পাকিস্তানি কারাগার থেকে মুক্তি gt; gt;৮জানু, ১৯৭২।
প্রশ্নঃ স্বদেশ প্রত্যাবর্তন gt; gt; ১০জানুয়ারি ১৯৭২।
তথ্যঃ ওসিসির মাধ্যমে সহিংসতার (শারীরিক, যৌন ও দহন) শিকার নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা , পুলিশি সহায়তা, ডিএনএ পরীক্ষা , আইনি সহায়তা ও পরামর্শ দেওয়া হয়।
প্রশ্নঃ বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
প্রশ্নঃ ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
\u003Cscript async src=\”https:\/\/pagead2.googlesyndication.com\/pagead\/js\/adsbygoogle.js\”
\u003C\/script
\u003C!–study ray infeed–
\u003Cins class=\”adsbygoogle\” style=\”display:block\” data-ad-format=\”fluid\” data-ad-layout-key=\”-hv-17-r-3a+j2\” data-ad-client=\”ca-pub-8145669069606934\” data-ad-slot=\”6696193141\”
\u003C\/ins
\u003Cscript
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); \u003C\/script
উত্তর: যুগ্ম সম্পাদক।
প্রশ্নঃ ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
প্রশ্নঃ যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
প্রশ্নঃ বঙ্গবন্ধু সাফারি কোথায় অবস্থিত ?
উত্তরঃ গাজীপুর।
তথ্যঃ ডুলাহাজারা সাফারি পার্ক – কক্সবাজারে।
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে প্রেসিডেন্ট ট্রাম্প কাকে মনোনীত করেছেন ?
উত্তরঃ অ্যামি কোনি ব্যারেট ।
তথ্যঃ সম্প্রতি মৃত্যুবরণকারী সুপ্রিম কোর্টের বিচারপতির নাম- রুথ বেডার গিন্সবার্গ।
Leave a Reply
You must be logged in to post a comment.