প্রশ্ন : রবীন্দ্রনাথের রচনায় বাংলাদেশ শব্দটি কতবার এসেছে?
উত্তর: ৩৯৭ বার। (সূত্র : সংস্কৃতি প্রতিমন্ত্রী ২৯ জুন ২০২১)
প্রশ্ন : জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে কবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে?
উত্তর: ৪-৫ নভেম্বর ২০২১।
প্রশ্ন : ২৯ জুন ২০২১ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত হয়? উত্তর: : ৪৬.০৮২ বিলিয়ন মার্কিন ডলার।
প্রশ্ন : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা ই-গেট উদ্বোধন করা হয় কবে?
উত্তর: : ৩০ জুন ২০২১।
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সন্ধান পাওয়া নতুন প্রজাতির মাছের ইংরেজি নাম কী?
উত্তর : বাংলাদেশি গিটারফিশ।
প্রশ্ন : ২২ জুন ২০২১ সুইজারল্যান্ডের জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্য নির্বাচিত হন কোন বাংলাদেশি?
উত্তর: : সুলতানা খান।
প্রশ্ন : ১ জুলাই ২০২১ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যােগ দেন কে?
উত্তর: অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ।
প্রশ্ন : ২৩ জুন ২০২১ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) কোন প্রতিষ্ঠানকে বেসরকারি পর্যায়ে প্রথম সুকুক বন্ড ছাড়ার অনুমােদন দেয়?
উত্তর: বেক্সিমকো লিমিটেডকে।
প্রশ্ন : বর্তমানে দেশে বনের পরিমাণ কত?
উত্তর: প্রায় ২৩ লাখ হেক্টর, যা দেশের মােট আয়তনের ১৫.৫৮%।
প্রশ্ন : করােনা মােকাবিলায় সরকার ঘােষিত মােট প্রণােদনা প্যাকেজ কতটি?
উত্তর: ২৮টি। [১৩ জুলাই ২০২১ ঘােষিত নতুন ৫টি সহ]
প্রশ্ন : করােনা প্রতিরােধী স্প্রে ‘ভলটিক’-এর উদ্ভাবক কে?
উত্তর: বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী সাদিয়া খানম।
প্রশ্ন : অনলাইন শ্রমবাজার বা ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: দ্বিতীয়; প্রথম ভারত।
আন্তর্জাতিক
প্রশ্ন : বিদেশে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাটি কোন দেশে অবস্থিত?
উত্তর: তাজিকিস্তানে |
প্রশ্ন : আধুনিক ভাষাতত্ত্বের জনক কে?
উত্তর: নােয়াম চমস্কি (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন : বর্তমানে যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে?
উত্তর: সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ।
প্রশ্ন : ২৮ জুন ২০২১ ভারত কোন পারমাণবিক ক্ষেপণাত্রের সফল পরীক্ষা চালায়?
উত্তর: Agni-P বা Agni-Prime।
প্রশ্ন : ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কী?
উত্তর: INS Vikrant।
প্রশ্ন : চীন স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করে কবে?
উত্তর: ২৫ জুন ২০২১।
প্রশ্ন : জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্ৰ আমাকা (Atmaca) কোন দেশের তৈরি?
উত্তর: তুরস্কের।
প্রশ্ন : ২৯ জুন ২০২১ ইসরায়েল কোন আরব দেশে তাদের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
প্রশ্ন : ‘ঋণ-ফাঁদ কূটনীতি কী?
উত্তর: চীনা ঋণ নিয়ে তা পরিশােধ করতে গিয়ে অর্থনৈতিক চাপে পড়েছে। অনেক দেশ। কূটনীতিক পরিভাষায় চীনের এ নীতিকে বলা হচ্ছে ‘ঋণফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)।
প্রশ্ন : চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার কোনটি?
উত্তর: তথ্যপ্রযুক্তি।
রিপাের্ট-সমীক্ষা
প্রশ্ন : ২০২১ সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া।
প্রশ্ন : ২০২১ সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান?
উত্তরঃ ৫৩তম।
প্রশ্ন : ২০২১ সালের Mercer-এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর : আশখাবাদ, তুর্কমেনিস্তান; কম ব্যয়বহুল শহর বিশকেক, কিরগিজস্তান।
প্রশ্ন : ২০২১ সালের Mercer-এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?
উত্তর: ৪০তম।
ক্রীড়াঙ্গন
প্রশ্ন : ১৭তম ইউরাে কবে, কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৪ জুন-১৪ জুলাই ২০২৪; জার্মানি।
প্রশ্ন : ৪৮তম কোপা আমেরিকা কবে, কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১০ জুন-১২ জুলাই ২০২৪; ইকুয়েডর।
প্রশ্ন : সপ্তম টি২০ বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৭ অক্টোবর-১৪ নভেম্বর ২০২১; সংযুক্ত আরব আমিরাত
প্রশ্ন : ২১ জুন ২০২১ টেস্ট ক্রিকেটে ৪২তম বােলার হিসেবে ৪৬তম হ্যাটট্রিক করেন কে?
উত্তর: কেশব মহারাজ (দ. আফ্রিকা)।
কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক প্রশ্নোত্তর
বাংলাদেশ
প্রশ্ন বর্তমানে দেশে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কতটি?
উত্তর : ৭টি।
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (BFRI) বিজ্ঞানীরা চতুর্থ প্রজন্মের কোন রুই মাছ উদ্ভাবন করেন?
উত্তর সুবর্ণ রুই।
প্রশ্ন : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলােকন কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে?
উত্তর : ভাঙ্গা, ফরিদপুর।
প্রশ্ন : ২৩ মে ২০২১ বাংলাদেশ ব্যাংক সােয়াপের আওতায় কোন দেশকে ঋণ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়?
উত্তর : শ্রীলংকাকে।
প্রশ্ন : ৬ জুন ২০২১ কতজন ব্যক্তির বীরত্বসূচক খেতাব বাতিল করা হয়?
উত্তর : ৪ জন।
প্রশ্ন : বর্তমানে মুক্তিযােদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত?
উত্তর : ৪১৬ জন।
প্রশ্ন : বর্তমানে বীর মুক্তিযােদ্ধাদের মাসিক সম্মানী কত টাকা?
উত্তর : ২০,০০০ টাকা; ১ জুলাই ২০২১ থেকে এ সম্মানী কার্যকর হয়।
প্রশ্ন : ডাক ভবনের স্থাপত্য নকশা করেন ক?
উত্তর : স্থপতি কৌশিক বিশ্বাস।
প্রশ্ন : ২০২১-২২ অর্থবছরের জিডিপি’র প্রবৃদ্ধি (প্রক্ষেপণ) কত?
উত্তর : ৭.২%।
প্রশ্ন : ২০২১-২২ অর্থবছরের মূল্যস্ফীতি (বার্ষিক গড়) (প্রক্ষেপণ) কত?
উত্তর : ৫.৩%।
প্রশ্ন : ২৭ মে ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত জন শ্হিদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে?
উত্তর : ১৮৯ জন।
প্রশ্ন : ‘কারাগারের রােজনামচা’র ফরাসি ভাষার অনুবাদক কে?
উত্তর : অধ্যাপক ফিলিপে বেনােয়া।
প্রশ্ন : বর্তমানে দেশে প্রকাশিত পত্রিকার সংখ্যা কতটি?
উত্তর : ৩,২২২টি।
প্রশ্ন : বেসরকারি খাতে অনুমােদন পাওয়া টেলিভিশন চ্যানেলের সংখ্যা কতটি?
উত্তর : ৪৫টি।
প্রশ্ন : বেসরকারি খাতে অনুমােদন পাওয়া এফএম রেডিওর সংখ্যা কতটি?
উত্তর : ২৭টি।
প্রশ্ন : বর্তমানে অনুমােদন পাওয়া কমিউনিটি রেডিওর সংখ্যা কতটি?
উত্তর : ৩১টি।
প্রশ্ন : সুন্দরবনে কত প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়?
উত্তর : ৩৩৪ প্রজাতি। এছাড়া ১৬৫ প্রজাতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড এবং ৩৭৫ প্রজাতির বন্য প্রাণী পাওয়া যায়।
আন্তর্জাতিক
প্রশ্ন : ১৬ জুন ২০২১ রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোথায় বৈঠক করেন?
উত্তর : সুইজারল্যান্ডের জেনেভায়। প্রশ্ন : ২৪, মে ২০২১ এশিয়ার প্রথম দৃষ্টিহীন ব্যক্তি হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয় করেন?
উত্তর : চীনের নাগরিক ঝাং হং।
প্রশ্ন চীন সরকার তিন সন্তান নীতি কবে ঘােষণ করে?
উত্তর: ৩১ মে ২০২১।
প্রশ্ন : ২০২১ সালে প্রথমবারের মতাে মানবদেহে HION3 বার্ড ফু শনাক্ত হয় কোথায়?
উত্তর: চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশে। প্রশ্ন : মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রথম প্রজন্মের অন্ত্র এস-৫০০ মিসাইল কোন দেশের?
উত্তর : রাশিয়া।
প্রশ্ন : ৭ জুন ২০২১ কোন দেশ উন্নুক্ত আকাশ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন : ২৮ মে ২০২১ তুরস্কের ইন্তানবুলের তাকসিম স্কয়ারে উদ্বোধন করা মসজিদের নাম কী?
উত্তর : তাকসিম মসজিদ।
প্রশ্ন : ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরের প্রথম নারী পরিচালক কে?
উত্তর : লরেন্স দে কার্স। ১ সেপ্টেম্বর ২০২১ তিনি এ পদে দায়িত্বগ্রহণ করবেন।
প্রশ্ন : ১৭ জুন ২০২১ কানাডার সুপ্রিম কোর্টে প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়ােগ পান কে?
উত্তর : মাহমুদ জামাল। প্রশ্ন : ecocide কী?
উত্তর : ইচ্ছাকৃত বা অবহেলার কারণে পরিবেশ, প্রতিবেশ ধ্বংস করাই হলাে ecocide ।
প্রশ্ন : ইরানের নতুন প্রেসিডেন্ট কে? উত্তর : ইব্রাহিম রাইসি।
প্রশ্ন : ১৩তম আসেম শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ২৫-২৬ নভেম্বর ২০২১; নমপেন, কম্বেডিয়া।
প্রশ্ন : ৩১তম NATO শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৪ জুন ২০২১; ব্রাসেলস, বেলজিয়াম। প্রশ্ন : C-7 শীর্ষ সম্মেলন কবে, অনুষ্ঠিত হয়?
উত্তর : ১১-১৩ জুন ২০২১: কর্নওয়াল, যুক্তরাজ্য।
কোথায় করােনার টিকা
প্রশ্ন : বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর এ পর্যন্ত কয়টি করােনা টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমােদন দেয়?
উত্তর : ৬টি।
প্রশ্ন : ১৫ জুন ২০২১ ঔষধ প্রশাসন অধিদপ্তর কোন টিকার জরুরি ব্যবহারের অনুমােদন দেয়?
উত্তর : জনসনের এক ডােজের টিকা।
প্রশ্ন : ১৪ জুন ২০২১ ইরান করােনা মহামারি মােকাবিলায় নিজেদের তৈরি কোন টিকার জরুরি ব্যবহারের অনুমােদন দেয়?
উত্তর: COVIran Barakat I
ক্রীড়াঙ্গন
প্রশ্ন : ২০২১ সালে বাংলাদেশে প্রথমবারের মতাে কোন খেলাটির প্রচলন হয়?
উত্তর: ডজবল (Dodgeball)
প্রশ্ন : ২০২১ সালের ফরাসি ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হন কে?
উত্তর : পুরুষ: নােভাক জোকোভিচ (সার্বিয়া) এবং নারী : বারবরা ক্রেইসিকোভা (চেক প্রজাতন্ত্র)।
প্রশ্ন : ২০২৭ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে?
উত্তর: ১৪টি।
প্রশ্ন : ২০২৪ সাল থেকে টি২০ বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে?
উত্তর : ২০টি।
পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় কবে ?
উত্তরঃ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর
শেষ ৪১ তম স্প্যানটি বসানো হয় কোথায় ?
উত্তরঃ ১২ ও ১৩ নম্বর খুটির উপরে
সেতুর মোট দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ৯.৩০ কি.মি .(৩. ১৫ কি.মি . সংযোগ সড়কসহ) শুধু সেতুটির দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬ .১৫ কি.মি .
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ১৫০ মিটার। প্রকল্পের সার্বিক অগ্রগতি কতভাগ?
উত্তরঃ ৮২.৫%
সংযোগকারি স্থানসমূহ কি কি ?
উত্তরঃ মুন্সিগঞ্জের মাওয়া এবং শরিয়তপুরের জাজিরা।
যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে কবে?
উত্তরঃ ২০২১ সালের ডিসেম্বরে। ৪১ তম স্প্যান বসে কবে ?
উত্তরঃ ১০ ডিসেম্বর ২০২০ মোট স্প্যান কতটি ?
৪১ টি স্প্যান বসাতে সময় লাগে কতদিন?
উত্তরঃ ৩ বছর ২ মাস ১০ দিন। প্রথম স্প্যানটি বসানো হয় কোথায়?
উত্তরঃ ৩৭ ও ৩৮ নম্বর খুটির\/পিলারের উপর
সংযোগ স্থাপন করে কতটি জেলার সাথে?
উত্তরঃ মোট ২৯ টি জেলার সাথে ,দক্ষিন ও দক্ষিন পশ্চিমের ২১ টি জেলার সাথে। মোট পিলার কতটি ?
উত্তরঃ ৪২ টি
পদ্মা সেতু নিয়ে আরো কিছু তথ্য:
পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার।
পদ্মা সেতুর কাজ শুরু হয়েছিলো – ২০১৪ সালের ডিসেম্বরে
প্রতিটি স্প্যানের ওজন -৩২০০ টন
পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় (মূল সেতুতে) ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হয় যে দিবসে-বিশ্ব মানবাধিকার দিবস
পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি।
পদ্মা সেতুর প্রকল্পের নাম ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্প’।
এর আগে দীর্ঘতম সড়ক সেতু ছিলো-যমুনা সেতু
বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু -হার্ডিঞ্জ ব্রিজ
পদ্মা সেতুর ধরন দ্বিতলবিশিষ্ট। এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে (যা বিশ্বে প্রথম)।
পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি লিমিটেড।
পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে প্রায় চার হাজার মানুষ।
পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা রয়েছে ৬০ ফুট।
পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু-পদ্মা সেতু
পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার।
পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি, স্প্যান ৪১টি।
প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে ৬টি। তবে মাটি জটিলতার কারণে ২২টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে।
নদীর উপর নির্মিত বিশ্বের প্রথম দীর্ঘতম সেতু-পদ্মা সেতু
পদ্মা সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা।
পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে স্প্যানের মধ্য দিয়ে।
পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা ২৮৬টি।
পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে ২০২১ সালের ডিসেম্বরে।
পদ্মা সেতুর প্রস্থ হবে ৭২ ফুট, এতে থাকবে চার লেনের সড়ক। মাঝখানে রোড ডিভাইডার।
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
Leave a Reply
You must be logged in to post a comment.