প্রশ্ন : ২১ সেপ্টেম্বর ২০২১ প্রধানমন্ত্রী SDG অর্জনে কোন পদক লাভ করেন?
উত্তর: এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড।
প্রশ্ন : বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১১৬তম।
প্রশ্ন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমান সাক্ষরতার হার কত?
উত্তরঃ ৭৫.৬%।
প্রশ্ন: বিইউ শিম-৭ এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।
প্রশ্ন: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১’ জাতীয় সংসদে পাশ হয় কবে?
উত্তর: ১৫ সেপ্টেম্বর ২০২১।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত?
উত্তর: ২৯২.১১ মা.ড বা ২৪,৮৩০ টাকা (১ মা.ড = ৮৫ টাকা ধরে)।
প্রশ্ন : ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ-এর নতুন নাম কী?
উত্তর: দ্য ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ অ্যান্ড সেফটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা ইন্টারন্যাশনাল অ্যাকর্ড।
প্রশ্ন: ২৪ আগস্ট ২০২১ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত মার্কিন ডলারে পৌঁছে?
উত্তর: ৪৮.০৪ বিলিয়ন মার্কিন ডলার।
প্রশ্ন বাংলাদেশ সরকার এ পর্যন্ত বিশ্বের কতটি দেশের সাথে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি করেছে?
উত্তর: ৪৪টি।
প্রশ্ন : রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্রের সংখ্যা কতটি?
উত্তর: ১৪ টি।
প্রশ্ন: পদ্মা সেতুর ওপর সর্বশেষ রোড | প্ল্যাব কবে বসানো হয়?
উত্তর: ২৩ আগস্ট ২০২১।
প্রশ্ন: বাংলাদেশ ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) নারী উন্নয়ন সংস্থার সংবিধিতে স্বাক্ষর করে কবে?
উত্তর: ১৪ সেপ্টেম্বর ২০২১।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে কতটি করোনার টিকা প্রয়োগ হচ্ছে?
উত্তর: ৪টি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্ম।
প্রশ্ন : পদ্মা সেতুর নিরাপত্তার লক্ষ্যে কোন দু’টি থানা প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ‘পদ্মা সেতু উত্তর’ ও ‘পদ্মা সেতু দক্ষিণ’।
প্রশ্ন: মার্কিন বিচার বিভাগে প্রথম বাংলাদেশি বিচারক (জজ) হিসেবে নিয়োগ পান কে?
উত্তর: নুসরাত চৌধুরী।
প্রশ্ন: ৬ সেপ্টেম্বর ২০২১ কোন দেশে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ উদ্বোধন করা হয়?
উত্তর: ভারতের নয়াদিল্লির প্রেসক্লাব অব ইন্ডিয়ায়।
প্রশ্ন : বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি?
উত্তর: ১৪৬টি।
প্রশ্ন : AIP’র পূর্ণরূপ কী?
উত্তর: Agricultural Important Person।
প্রশ্ন: বাংলাদেশ ও ভারত ‘মৈত্রী দিবস’ কবে?
উত্তর: ৬ ডিসেম্বর।
আন্তর্জাতিক
প্রশ্ন: মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI কবে ৯\/১১ হামলার নথি প্রকাশ করে?
উত্তর: ১২ সেপ্টেম্বর ২০২১।
প্রশ্ন : বিশ্বে প্রথম স্থায়ী করোনার টিকা হিসেবে অনুমোদন পায় কোনটি?
উত্তর: ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা।
প্রশ্ন : ‘পাঞ্জশি’র শব্দের অর্থ কী?
উত্তর: পাঁচ সিংহ। ফারসি পাঞ্জ শের থেকে এ নামের উৎপত্তি। পাঞ্জশির বর্তমানে আফগানিস্তানের একটি প্রদেশ।
প্রশ্ন: সর্বাধুনিক কমব্যাট ড্রোন ‘আকিনচি’ (Akinci) কোন দেশের তৈরি?
উত্তর: তুরস্ক।
প্রশ্ন: যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
উত্তর : Secretary of State for Foreign, Commonwealth and Development Affairs | পূর্বনাম: Secretaries of State for Foreign and Commonwealth Affairs
প্রশ্ন: মহাকাশে প্রথম অপেশাদার নভোচারী নিয়ে SpaceX’র ড্রাগন করে রওনা দেয়?
উত্তর: ১৬ সেপ্টেম্বর ২০২১।
প্রশ্ন: হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জালালুদ্দিন হাক্কানি।
প্রশ্ন: আফগানিস্তানে তালেবান সরকার গঠন করে কবে?
উত্তর: ৭ সেপ্টেম্বর ২০২১।
প্রশ্ন : কানাডার পার্লামেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করে কোন দল?
উত্তর: বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি
প্রশ্ন : ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (IPI) প্রথম নারী চেয়ারম্যান কে?
উত্তর : খাদিজা প্যাটেল (দক্ষিণ আফ্রিকা)।
প্রশ্ন: ২০২১ সালের ইউএস ওপেনের পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয় কে?
উত্তর: পুরুষ : দানিল মেদভেদেভ (রাশিয়া) ও নারী : এমা রাদুকানু (যুক্তরাজ্য)। বিজ্ঞান-প্রযুক্তি
প্রশ্ন: পাবজি (PUBG) কোন দেশ ভিত্তিক ভিডিও গেম?
উত্তর: দক্ষিণ কোরিয়া।
প্রশ্ন: PUBG’র পূর্ণরূপ কী?
উত্তর: PlayerUnknown’s Battlegrounds প্রশ্ন Li-Fi প্রযুক্তি কী?
উত্তর: Li-Fi (Light Fidelity) একটি ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি।
প্রশ্ন : Li-Fi প্রযুক্তি কে, কবে উদ্ভাবন করেন?
উত্তর: জার্মান বিজ্ঞানী হ্যারল্ড হ্যাস, ২০১১ সালে।
বাংলাদেশ
প্রশ্ন : দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের আবিষ্কারক কোন প্রতিষ্ঠান?
উত্তর : বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ডি প্রোডাকশন কোম্পানি লিমিটেড (BAPEX)।
প্রশ্ন : সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বর্তমান নাম কী?
উত্তর : শান্তিগঞ্জ ।
প্রশ্ন : বর্তমান পরিকল্পনা প্রতিমন্ত্রীর নাম কী?
উত্তর : ড. শামসুল আলম ।
প্রশ্ন : জাতীয় জন্ম নিবন্ধন দিবস-এর বর্তমান নাম কী?
উত্তর : জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস
প্রশ্ন : জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস কবে?
উত্তর: ৬ অক্টোবর।
প্রশ্ন : আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের সময়কাল কত?
উত্তর : জুলাই ২০০৯-জুন ২০২১।
প্রশ্ন : দেশের তৃতীয় সাফারি পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয় কোথায়?
উত্তর : মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায়।
প্রশ্ন : বাংলাদেশ কততম দেশ হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) ক্লাবে প্রবেশ করে?
উত্তর: ৪২তম।
প্রশ্ন : বঙ্গবন্ধু’ উপাধির প্রস্তাবক কে?
উত্তর : রেজাউল হক চৌধুরী মুশতাক।
প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য নির্ভীক কোথায় অবস্থিত?
উত্তর : নােয়াখালী।
প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য চেতনায় স্বাধীনতা কোথায় অবস্থিত?
উত্তর : গাজীপুর ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে তার জীবন ও কর্ম নিয়ে আলােকচিত্র প্রদশর্নী হয় কোথায়?
উত্তর : টাইমস স্কয়ার, নিউইয়র্ক; যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : ১৬ আগস্ট ২০২১ দেশে করােনার টিকা উৎপাদনের জন্য কাদের মধ্যে চুক্তি হয়?
উত্তর : : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইনসেন্ট ভ্যাকসিন লিমিটেড এবং চীনের সিনােফার্মের মধ্যে ।
আন্তর্জাতিক
প্রশ্ন : সম্প্রতি কোন দেশ সবচেয়ে উঁচুতে সড়ক নির্মাণের রেকর্ড গড়ে?
উত্তর : ভারত। লাদাখের দুর্গম পার্বত্যঞ্চলের এ সড়ক সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯,৩০০ ফুট উঁচুতে।
প্রশ্ন : ২৯ জুলাই ২০২১ মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সুড়ঙ্গপথ উদ্বোধন করে কোন দেশ?
উত্তর : ইরান ।
প্রশ্ন : ২৬ জুলাই ২০২১ কানাডায় প্রথম আদিবাসী গভর্নর জেনারেল হিসেবে কে শপথ নেন?
উত্তর: ইনুয়েট সম্প্রদায়ের প্রতিনিধি মেরি সায়মন।
প্রশ্ন : UNESCO’র মােট বিশ্ব ঐতিহ্য কতটি?
উত্তর: ১১৫৪টি—-প্রাকৃতিক ঐতিহ্য ২১৮টি, সাংস্কৃতিক ঐতিহ্য ৮৯৭টি ও মিশ্র ঐতিহ্য ৩৯টি।
প্রশ্ন : ২০২১ সালের কোন স্থানটি UNESCO’র বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারায়?
উত্তর: লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটি।
প্রশ্ন : ১৪ আগস্ট ২০২১ কোন দেশে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে?
উত্তর: হাইতি।
প্রশ্ন : ১১ আগস্ট ২০২১ ইউরােপের কোন দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়?
উত্তর : ইতালি; ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
প্রশ্ন : ২৩ জুলাই ২০২১ আফ্রিকা মহাদেশের ২৩তম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করে কোন দেশ?
উত্তর : সিয়েরা লিওন।
প্রশ্ন : মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর : ইসমাইল সাবরি ইয়াকুব।
প্রশ্ন : জাম্বিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : হাকাইন্ডে হিচিলিমা।
প্রশ্ন : ২০২১ সালের কনকাকাফ গােল্ডকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : যুক্তরাষ্ট্র; রানার্সআপ মেক্সিকো।
খেলাধুলা
প্রশ্ন : প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলকে পৌছেন কে?
উত্তর: সাকিব আল হাসান।
প্রশ্ন : লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন?
উত্তর: Paris Saint Germain (PSG)।
প্রশ্ন : আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৭তম হ্যাটট্রিক করে কে?
উত্তর: নাথান এলিস (অস্ট্রেলিয়া)। এটি অভিষেকে কোনাে বােলারের প্রথম হ্যাটট্রিক।
প্রশ্ন : ২০২১ সালের উইম্বলডনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন কে?
উত্তর: পুরুষ নােভাক জোকোভিচ (সার্বিয়া) এবং নারী : অ্যাশলে বার্টি (অস্ট্রেলিয়া)।
প্রশ্ন : বিদেশের মাটিতে কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম একসঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ জয় লাভ করে?
উত্তর : জিম্বাবুয়ে।
অলিম্পিক
প্রশ্ন : প্রথম নারী সাঁতারু হিসেবে অলিম্পিক ইতিহাসে ব্যক্তিগত বিভাগে ছয়টি সােনা জিতেন কে? উত্তর: কেটি লেডেকি (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন : ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ী কে?
উত্তর: ইয়াং কিয়ান (চীন)।
প্রশ্ন : ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বকনিষ্ঠ অ্যাথলেট কে?
উত্তর: হেন্দ জাজা (সিরিয়া); ১২ বছর।
প্রশ্ন : টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে কাকে ‘অলিম্পিক লরেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস (বাংলাদেশ)।
প্রশ্ন : অলিম্পিক গেমসে আবার ক্রিকেট যুক্ত হবে কবে?
উত্তর: ২০২৮ সালে।