বাংলাদেশ বিষয়াবলী
০১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন?
উত্তরঃ চার বার (জিল্লুর রহমানও ৪ বার হয়েছেন)।
০২. ব্র্যাকের প্রতিষ্ঠাতা এবং ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ কবে মারা যান?
উত্তরঃ ২০ ডিসেম্বর, ২০১৯. (৮৩ বছর বয়সে মারা যান)। জন্মঃ ২৭ এপ্রিল, ১৯৩৬.
০৩. বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থার নাম কি?
উত্তরঃ ‘Bangladesh Rural Advancement Committee (BRAC) বা ব্র্যাক। (প্রতিষ্ঠাকালীন নামঃ Bangladesh Rehabilitation Assistant Committee)।
০৪. ব্র্যাক কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ফেব্রুয়ারি, ১৯৭২; শাল্লা, সুনামগঞ্জ।
০৫. বর্তমানে বিশ্বের কতটি দেশে ব্র্যাকের কার্যক্রম চলছে?
উত্তরঃ ১১টি।
০৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে স্যার ফজলে হাসান আবেদ লন্ডনে অবস্থানকালে মুক্তিযুদ্ধের সমর্থনে কোন সংগঠন প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ‘Action Bangladesh’ এবং ‘Help Bangladesh’।
নোটঃ জীবদ্দশায় স্যার ফজলে হাসান আবেদ আন্তর্জাতিক নানা পুরস্কার এবং উপাধি পেয়েছেন, তার উল্লেখযোগ্য কিছুর সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো,
‘র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফর কমিউনিটি লিডারশিপ’ (১৯৮০),
‘ইউনেস্কো নোমা পুরস্কার’ (১৯৮৫),
‘ওলফ পামে প্রাইজ’ (২০০১),
‘প্রথম ক্লিনটন গ্লোবাল সিটিজেন অ্যাওয়ার্ড’ (২০০৭),
ব্রিটেনের অন্যতম সর্বোচ্চ সম্মানজনক ‘নাইটহুড’ উপাধি (২০১০),
কাতার ফাউন্ডেশনের শিক্ষাক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার ‘ওয়াইজ প্রাইজ’ (২০১১),
হাঙ্গেরির ‘ওপেন সোসাইটি পুরস্কার’ (২০১৩),
স্পেনের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা ‘অর্ডার অব সিভিল মেরিট’ (২০১৪),
‘লিও তলস্তয় আন্তর্জাতিক স্বর্ণপদক’ (২০১৪),
‘বিশ্ব খাদ্য পুরস্কার’ (২০১৫,
‘টমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল অব গ্লোবাল পাবলিক হেল্থ’ পদক (২০১৬),
ডেনমার্কের ‘লেগো পুরস্কার’ (২০১৮),
নেদারল্যান্ডসের নাইটহুড ‘অফিসার ইন দ্যা অর্ডার অব অরেঞ্জ-নাসাউ’ (২০১৯),
হংকংভিত্তিক ‘ইদান পুরস্কার’ (২০১৯)।
০৭. দূষণে অকালমৃত্যুর দিক থেকে বিশ্বে বাংলাদেশ কত তম স্থানে রয়েছে?
উত্তরঃ ষষ্ঠ। (বায়ুদূষণের দিক থেকে পঞ্চম স্থানে)।
০৮. দূষণে অকালমৃত্যুর দিক থেকে এশিয়ায় বাংলাদেশ কত তম স্থানে রয়েছে?
উত্তরঃ তৃতীয়।
০৯. বায়ুদূষণের কারণে বাংলাদেশে ২০১৭ সালে কত জন মানুষ মারা যায়?
উত্তরঃ ১ লাখ ২২ হাজার ৭৩৪ জন।
১০. বাংলাদেশে বর্তমানে মোট আয়তনের কত শতাংশ বনাঞ্চল রয়েছে?
উত্তরঃ মাত্র ৭ শতাংশ।
১১. রংপুর শহরের পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নের জন্য খননকৃত খালের নাম কি?
উত্তরঃ শ্যামাসুন্দরী খাল (দৈর্ঘ্যঃ ১৬.৮ কিমি)। (রংপুরবাসীর জন্য গুরুত্বপূর্ণ তথ্য)
১২. প্রথমবারের মতো কোন প্রতিষ্ঠান বাংলাদেশেই চিকিৎসা সেবায় ব্যবহৃত পণ্য উৎপাদন শুরু করেছে?
উত্তরঃ সেলট্রন ইলেক্ট্রো ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস লিমিটেড (২০১৫)।
১৩. স্বাধীন বাংলা কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তরঃ ১ মার্চ, ১৯৭১.
১৪. ‘আমার সোনার বাংলা’ কে প্রথম কবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়?
উত্তরঃ ৩ মার্চ, ১৯৭১; স্বাধীনতার ইশতেহার ঘোষণার সময়।
১৫. ‘আমার সোনার বাংলা’ কে কবে প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়?
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১; মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে।
১৬. স্বাধীন বাংলাদেশে কবে প্রথম ‘আমার সোনার বাংলা’ গানের প্রথম ১০ লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়?
উত্তরঃ ১৩ জানুয়ারি, ১৯৭২; নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ব্রিটিশ পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট?
উত্তরঃ দুই। যথাঃ ১) উচ্চকক্ষঃ House of Lords এবং ২) নিম্নকক্ষঃ House of Commons.
০২. ‘ব্রেক্সিট’ কবে হবে?
উত্তরঃ ৩১ জানুয়ারি, ২০২০.
০৩. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের বর্তমান (নতুন) স্পিকার কে?
উত্তরঃ লিন্ডসে হোয়েল।
০৪. ‘সুলাওয়েসি দ্বীপ’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
০৫. দূষণে অকালমৃত্যুর দিক থেকে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ?
উত্তরঃ ভারত।
০৬. দূষণের কারণে কোন দেশে সবচেয়ে কম মানুষ মারা যায়?
উত্তরঃ কাতার (মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দূষণের মাত্রা খুবই কম)।
০৭. ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কত তম রাষ্ট্রপতি?
উত্তরঃ ১৩তম। (দায়িত্বকালঃ ২০১২-২০১৭ সাল)
০৮. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকদের সমতার কথা উল্লেখ করা আছে?
উত্তরঃ ১৪ নং অনুচ্ছেদ। (ভারতে সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব আইন সংবিধানের এই অনুচ্ছেদবিরোধী)।
০৯. ভারতীয় সংবিধানের কোন ধারায় ‘ধর্মনিরেপক্ষ রাষ্ট্র’ এর কথা উল্লেখ আছে?
উত্তরঃ ৫ নং ধারায়। (ভারতে সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব আইন সংবিধানের এই ধারার পরিপন্থী)
১০. ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক মানবাধিকারের কথা উল্লেখ আছে?
উত্তরঃ ৬টি (১১নং অনুচ্ছেদ)।
১১. ভারতের ইতিহাসে আলোচিত ‘আসাম মুভমেন্ট’ কখন হয়েছিল?
উত্তরঃ ১৯৭৯-১৯৮৫ সাল পর্যন্ত।
১২. বিশ্বজুড়ে আলোচিত ‘Why Nations Fail’ বইটির রচয়িতা কারা?
উত্তরঃ ড্যারন অ্যাসিমগলু (তুরস্ক) এবং জেমস এ. রবিনসন (যুক্তরাষ্ট্র)।
১৩. ‘সিনকো ডায়াস’ কোন দেশের পত্রিকা?
উত্তরঃ স্পেন।
১৪. ভারতের আলোচিত (পড়ুন বিতর্কিত) ‘Citizenship Amendment Bill (CAB)’ কবে ‘Citizenship Amendment Act (CAA)’ আইনে পরিণত হয়?
উত্তরঃ ১২ ডিসেম্বর, ২০১৯।
১৫. ভারতের প্রথম রাজ্য হিসেবে কোথায় জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি হয়েছে?
উত্তরঃ আসাম। (এতে রাজ্যের প্রায় ১৯ লাখ নাগরিককে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে)।
১৬. লেবাননের বর্তমান (নতুন) প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ হাসান দিয়াব।
১৭. সম্প্রতি কোন দেশের পার্লামেন্টে ‘ক্লাইমেট প্যাকেজ’ নামে জলবায়ু নীতি পাস করেছে?
উত্তরঃ জার্মানি।
১৮. বিকেডব্লিউ (BKW) কোন দেশের পরমাণু সংস্থা?
উত্তরঃ সুইজারল্যান্ড।
১৯. সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো তাঁদের একটি পরমাণু শক্তিকেন্দ্র বন্ধ করেছে?
উত্তরঃ সুইজারল্যান্ড।
২০. পর্তুগাল কবে ম্যাকাউকে চীনের কাছে ‘এক নীতি দুই দেশ’ নীতির আওতায় হস্তান্তর করে?
উত্তরঃ ২০ ডিসেম্বর, ১৯৯৯.
২১. ম্যাকাউয়ের বর্তমান (নতুন) নির্বাহীর নাম কি?
উত্তরঃ হো লাত-সেং।
২২. সম্প্রতি আমাজন বন পর্যবেক্ষণের জন্য সম্প্রতি কারা মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে?
উত্তরঃ চীন এবং ব্রাজিল যৌথ উদ্যোগে।
২৩. উৎক্ষেপিত এই স্যাটেলাইটের নাম কি?
উত্তরঃ ‘China-Brazil Earth Resource Satellite 4-A’.
২৪. ‘BRICS’ এর সদস্য কতটি?
উত্তরঃ পাঁচটি। যথাঃ ১) ব্রাজিল, ২) রাশিয়া, ৩) ভারত, ৪) চীন এবং ৫) দক্ষিণ আফ্রিকা।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. স্মার্ট হোম পণ্যগুলোতে সামঞ্জস্য আনতে কোন কোন প্রতিষ্ঠান জোট বেঁধেছে?
উত্তরঃ অ্যাপল, গুগল এবং অ্যামাজন।
০২. মাইক্রোসফটের ভার্চুয়াল ভয়েস সহকারী সেবার নাম কি?
উত্তরঃ কর্টানা (Cortana).
আরও কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের ভার্চুয়াল ভয়েস সহকারী সেবার নামঃ
অ্যাপল – সিরি,
গুগল – ওকে গুগল বা গুগল অ্যাসিসট্যান্ট,
অ্যামাজন – অ্যালেক্সা।
০৩. ‘প্লেগিগা’ কোন দেশের ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান?
উত্তরঃ স্পেন।
০৪. সম্প্রতি কোন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘প্লেগিগা’ কিনে নিয়েছে?
উত্তরঃ ফেসবুক (মূল্যঃ ৭ কোটি ৮০ লাখ ডলার)।
খেলাধুলা
০১. ‘হাওয়াই ওপেন টেনিস টুর্নামেন্ট’ কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২৬-২৮ ডিসেম্বর, ২০১৯.
০২. ‘ক্লাব বিশ্ব কাপ’ এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ ইন্টারকন্টিনেন্টাল কাপ।
০৩. ফিফার ২০১৯ সালের বর্ষসেরা দল কোনটি?
উত্তরঃ বেলজিয়াম। (র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করলে সেই দলকে এই স্বীকৃতি দেওয়া হয়)।
০৪. ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?
উত্তরঃ ১৮৭তম (পূর্বে ছিল ১৮৪তম)।
০৫. এশিয়ার দলগুলোর মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে কোন দেশ?
উত্তরঃ জাপান (২৮তম)।
০৬. পরবর্তী ফিফা র্যাঙ্কিং কবে প্রকাশিত হবে?
উত্তরঃ ২০ ফেব্রুয়ারি, ২০২০.