অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যত নিয়ে দিবাস্বপ্নও দেখবে না। তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো।

— গৌতম বুদ্ধ

ক্লান্তির সূত্রপাত

ক্লান্তির সূত্রপাত

বহুদিন ধরে ভাবছি একটা কথা বলবো
কিন্তু বলবো কিনা সেটাও আবার ভাবছি,
বলতে যাওয়ার সময় বিবেগের বাধঁ টানে!
কিন্তু বলতেও মন চাই।

গানের ভাষায় বলবো নাকি
নাকি চোখের ভাষায় বলবো,
এইরকম সংশয়ে হঠাৎ থেমে যাই!
কিন্তু বলতেই তো হবে মনের কথা
আজ নয় কাল বা পরশু কিংবা কোনোদিন।

কথাটা ছোট্ট হলেও
কেন জানি মনে হচ্ছে বলতে বেশ সাহস লাগে,
কিন্তু বলার পর তার অনুভূতি’র প্রকাশ কেমন হবে?
সেটাও আবার বিবেগে প্রশ্ন জাগে।

যাই হোক বলি
না থাক বলবো না,
এইরকম সংশয়ে কেটেছে বহুবার
অবশেষে বলেই দিয়েছি!
তবে মুখে না বার্তায় প্রকাশ।

বলার পর চুপ করে রয়েছি তার
অনুভূতি’র প্রকাশের উপর,
সেদিন হয়তো না বলাটা ছিলো
তার অনুভূতির প্রকাশ!

কেন জানি মনে হয় সেদিনই ছিলো আমার ক্লান্তির সূত্রপাত
চোখের পলক গুটিয়ে পালিয়ে আসিনি সেদিন,
এসেছি কিছু আঘাত নিয়ে বুকে রনক্ষেত্র সাথে করে
কিন্তু তার প্রতি সেই দূর্বলতায় রনক্ষেত্রটি বেশি সময়ও টিকে নি।

মোস্তাক আহম্মেদ সাগর

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply