Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

কুমিরের চামড়ার চাহিদা বেশি কেন? কুমিরের চামড়া কী কাজে লাগে?

কুমিরের চামড়া অত্যন্ত শক্ত, টেকসই এবং জলরোধী। তাই এটি বিভিন্ন ধরনের পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। কুমিরের চামড়ার তৈরি পণ্যের মধ্যে রয়েছে:

পোশাক: কুমিরের চামড়া দিয়ে তৈরি পোশাক খুবই দামি এবং বিলাসবহুল। এগুলোর মধ্যে রয়েছে হ্যান্ড ব্যাগ, ওয়ালেট, বেল্ট, বুট, জুতা, কোট, জ্যাকেট, টুপি, দস্তানা ইত্যাদি।
আর্টিফেক্ট: কুমিরের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের আর্টিফেক্ট তৈরি করা হয়। এগুলোর মধ্যে রয়েছে আসবাবপত্র, ঘড়ি, জুয়েলারি, অস্ত্র ইত্যাদি।
অন্যান্য: কুমিরের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের অন্যান্য পণ্যও তৈরি করা হয়। এগুলোর মধ্যে রয়েছে ব্যাকপ্যাক, ট্রলি ব্যাগ, স্যুটকেস, ক্যামেরা ব্যাগ, গিটার কভার, গিটার বেল্ট, টেবিলম্যাট, কভার ইত্যাদি।
কুমিরের চামড়ার দাম তার গুণমান, বয়স এবং আকার অনুসারে নির্ধারিত হয়। সাধারণত, বড় এবং প্রাপ্তবয়স্ক কুমিরের চামড়ার দাম বেশি।

কুমিরের চামড়ার ব্যবহারের ফলে কুমিরের প্রজাতি বিলুপ্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই কুমিরের চামড়া সংগ্রহ এবং ব্যবহারের ক্ষেত্রে নিয়ম-নীতি মেনে চলা জরুরি।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0