এমন একটা ঝড় উঠুক
Emon Ekta Jhar Uthuk
গীতিকার,সুরকার ও সঙ্গীতায়োজক:
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
এমন একটা ঝড় উঠুক
কোনোদিন যেন কোনো ফুল আর ফোটতে পারেনা
এখন এমন মেঘ করুক
যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারেনা
এমন একটা ঝড় উঠুক,ঝড় উঠুক,ঝড় উঠুক।
[সাঁই সাঁই এই হাওয়াগুলো যেন শ্বাসরোধ করে রাখে
কোনোদিন যেন সুখস্বপ্নের ছবি কেউ না আঁকে]-২
হৃদয়ের রাঙা সূর্য যেন চিরদিন ডুবে থাকে
শুক-শারি যেন একসাথে আর জুটতে পারেনা
এমন একটা ঝড় উঠুক
কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে পারেনা
এখন এমন মেঘ করুক
যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারেনা
এমন একটা ঝড় উঠুক,ঝড় উঠুক,ঝড় উঠুক।
[তবু দুনিয়াটা কিছু পাল্টানো গেলে পরে
হয়তবা কিছু হয়
ভালোবাসা মনে নাও হতে পারে বেহিসেবি পরিচয়]-২
[নিয়মের এই নিক্তি ওজনে
হৃদয়ের দাম কত?
পথে ফেলে দেওয়া খড়কুটোগুলো
মূল্য পেয়েছি যত]-২
তাই হিসেবের মতো ভালোবাসা আজ
হয়ে থাক সংযত
কিছুতেই যেন কারও খুশি কেউ লুটতে পারেনা
এমন একটা ঝড় উঠুক
কোনোদিন যেন কোনো ফুল আর ফোটতে পারেনা
এখন এমন মেঘ করুক
যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারেনা
এমন একটা ঝড় উঠুক
ঝড় উঠুক,ঝড় উঠুক,ঝড় উঠুক
এমন একটা ঝড় উঠুক
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1