গীতিকার:Amitavha Naha
সুরকার: সুধীন দাশগুপ্ত গীতা দত্ত
একটু চাওয়া আর একটু পাওয়ায়
তাই নিয়ে গান গাওয়া সারা বেলায়
মন নিয়ে কত খেলা খেলেছি
স্বপ্নেরও কথা শুধু মেনেছি
মন মল্লিকা মোর গন্ধ ছড়ায়
তন্দ্রাহারা রাতে ছন্দে ভরায়
কত সুর কত গান
ছলছল অভিমান
পথে তার স্মরণের দীপ জ্বেলেছি
জানি না তো ভুলে যেতে পারবে কিনা
তবুও তার নাম ধরে বাজে হায় গানেরও বীণা
চলে যদি যেতে হয় কোন ক্ষতি নেই
মরমের সাথী মোর রবে মরমে
শুধু সেই শেষ বেলা
ফুরাবে গো সব খেলা
মনে হবে কেন মিছে ভালোবেসেছি
Music
SONG
Ektu Chaoya Aar Ektu Paoya
ARTIST
Geeta Dutt,Sudhin Dasgupta
ALBUM
Chiradiner Sathi – Nirbachito Premer Gaan – Vol. 1
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.