Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.

— Thomas A. Edison

আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে

আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে
(বব ডিলানের ‘Blowin’ in The Wind’ অবলম্বনে)
রচনাঃ সুদীপ্ত চক্রবর্তী
সুর ও কন্ঠঃ তাপস মৌলিক

আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে

আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে
আর কতগুলি অকূল জলধি
ক্লান্ত ডানায় পার হয় যদি
শান্তির পারাবত বিশ্রাম বালুকাবেলায় পাবে

আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে
আর কতবার গর্জালে পর
থামবে যে ওই কামানের স্বর
চিরটা কালের জন্য যুদ্ধ অতীতে জায়গা পাবে

ঝড়ের হাওয়ায় উড়ছে সব জবাব
ঝড়ের হাওয়ায় উড়ছে সব জবাব

কতকাল পরে অটল পাহাড়ে বলতে কি পারে কেউ
আঘাতে আঘাতে ভেঙে ধুয়ে নেবে ওই সাগরের ঢেউ

কিছু মানুষের ব্যাপারে পারো কি বলতে একটা কথা
আর কতকাল বাঁচলে সইলে পাবে তারা স্বাধীনতা?

আরও বলো দেখি আর কতবার
ভাণ করা যায় কিছু না দেখার
সবকিছু দেখে তবুও আমরা ঘুরিয়ে কি নেবো মাথা?

জোরালো হাওয়ায় উড়ছে তার জবাব, পারলে নাও চিনে
জোরালো হাওয়ায় উড়ছে তার জবাব, পারলে নাও চিনে

আর কতবার উপরে তাকালে দেখব তবে আকাশ?
আর কতগুলো কান হলে তবে
মানুষ কাঁদছে সেটা শোনা যাবে?
কবে হবে আর কবে কবে হবে, কবে হবে অবকাশ?

উড়ছে জবাব জোরালো হাওয়ায়, পারো যদি ধরে নাও
উড়ছে জবাব জোরালো হাওয়ায়, পারো যদি ধরে নাও

কত মানুষকে মরতেই হবে আরও?
আর কতকাল হলে যে বিগত
অনেক মানুষ হয়েছে নিহত
সেই সত্যটা আমরা তোমরা সকলে বুঝতে পারো?

হাওয়ায় উড়ছে এর উত্তর আজ
বেড়েই চলেছে পাগল হাওয়ার আওয়াজ
বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে
বেড়েই চলেছে পাগল হাওয়ার আওয়াজ
পারো যদি তাকে চিনে নাও, সব জানতে পারবে তবে

আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply