To live is the rarest thing in the world. Most people exist, that is all.

— Oscar Wilde

আর কত কাল গিরিধারী লাল

আর কত কাল গিরিধারী লাল
আড়ালে আড়ালে রবে
নয়নেরই জল ঝরে অবিরল
দরশন দেবে কবে ?
আড়ালে আড়ালে রবে।
তোমার চরণে প্রভু এই তনুমন,
পূজার কুসুম সম করি নিবেদন।।
আকুল তোমার লাগি আমার পরাণ।।
তবে কি বিফল যাবে ?
আড়ালে আড়ালে রবে।
আর কত কাল গিরিধারী লাল
আড়ালে আড়ালে রবে।
দেখা যদি নাহি দিবে ওগো দয়াময়
তবে কেন দিলে আশা ভরিয়া হৃদয়।
মীরার পরানে তোমারি কামনা।।
সে আশা মিটিবে কবে ?
আড়ালে আড়ালে রবে
আর কত কাল গিরিধারী লাল
আড়ালে আড়ালে রবে।
মীরা ভজন
পদকর্তা: শ্রীমতি মীরাবাঈ
শিল্পী: প্রভাত চন্দ্র দাস

ar koto kal girdhari lal lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0