Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant

— Robert Louis Stevenson

আমি কি তোর আপন ছিলাম না

আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা
ছোট্ট কালে গাছ তলাতে
পুতুল খেলার ছলনাতে
আম কুড়াতে যাইতাম দুইজনা

খেলার সাথী যখন ছিলাম
আপন হইয়া কাছে রইলাম
সেই কথা কি মনে পড়ে না
ভালোবেসে আদর করে
এখন কেন রইলি দূরে
কোন খানে তোরে পাইলাম না

ভালোবাসা কঠিন ব্যধি
জ্বালার পোড়ায় নিরবধি
সেই ব্যধি জীবনে সারেনা
প্রেম বিরহ আর তো সয় না
অন্তর পোড়া দেখা যায় না
প্রেমে কি আর নাইরে যন্ত্রনা (?)

—————————-
কুটি মনসুর, মুজিব পরদেশী

ami ki tor apon chilam na lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply