Only a life lived for others is a life worthwhile

— Albert Einstein

আমার সকল অভিযোগে তুমি

শিরোনামঃ অভিযোগ
কন্ঠঃ তানভীর ইভান
কথাঃ তানভীর ইভান
সুরঃ পিরান খান
নাটকঃ বেস্ট ফ্র্যান্ড
আমার সকল অভিযোগে তুমি
তোমার মিষ্টি হাসিটা কি আমি,
আমার না বলা কথার ভাজে
তোমার গানের কত সুর ভাসে,
তোমায় নিয়ে আমার লেখা গানে
অযথা কত স্বপ্ন বোনা আছে,
আমার হাতের আঙুলের ভাজে
তোমাকে নিয়ে কত কাব্য রটে।
ভুলিনিতো আমি
তোমার মুখে হাসি,
আমার গাওয়া গানে, তোমাকে ভালোবাসি,
আসো আবারো কাছে
হাতটা ধরে পাশে,
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে…
এই পৃথিবীতে…
তোমার পথে পা মিলিয়ে চলা
তোমার হাতটি ধরে বসে থাকা,
আমার আকাশে তোমার নামটি লেখা
সাদার আকাশে কালো-আবছা বোনা,
তোমায় নিয়ে আমার লেখা গানে
অযথা কত স্বপ্ন বোনা আছে,
আমার হাতের আঙুলের ভাজে
তোমাকে নিয়ে কত কাব্য রটে।
ভুলিনিতো আমি
তোমার মুখে হাসি,
আমার আমার গাওয়া গানে, তোমাকে ভালোবাসি,
আসো আবারো কাছে
হাতটা ধরে পাশে,
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে…
এই পৃথিবীতে…
ভুলিনিতো আমি
তোমার মুখে হাসি,
আমার গাওয়া গানে, তোমাকে ভালোবাসি,
আসি তোমার কাছে
হাতটা ধরে পাশে,
আমায় নিয়ে চলো তোমার পৃথিবীতে…

amar sokol ovijoge tumi lyrics

avijog lyrics in bangla

avijog tanveer evan lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0