Whoever is happy will make others happy too.

— Anne Frank

অভ্যাসের ঘর

অভ্যাসের ঘর

প্রিয় অভ্যাসের ঘর
আজো তোমার স্বাপ্নিক পদচারণায় মুখর,
সত্তা তোমাতে বিভোর।
জোনাকির হাতে সন্ধ্যাপ্রদীপ
রজনীগন্ধ্যার মমতার নীল
দুহাতে কোঁড়ানো সুগন্ধি বকুল,
আঁখিজোড়ায় বন্যার জল,
আয়নায় আমার অপূর্ব আয়োজন।
হাতের ছোঁয়ায় টিপটিপ বৃষ্টি
সে জলরঙে আঁকা অসম্পূর্ণ ছবি।
চিলেকোঠার প্রতি কোণা, মেশানো সুরেলা গলা
আজ অন্তহীন নিস্তব্ধতা।
জুড়ে দেয়া বাঁধ,
মৃত যুগান্তরের সাধ, ক্ষয়িষ্ণু এ প্রাণ।
পুরানো ঝুমকোলতা হারিয়েছে আবেদন
প্রণয়োউপাখ্যান ঘেরা উপঢৌকন।
বিষণ্ণতার বিকেল,স্মৃতির অভিক্ষেপ,
হাতছানি দিয়ে ডাকে মাঝে মাঝে।
আমি অভ্যর্থনা জানাতে খুলি অভ্যাস-ঘরের জানালা
অদৃশ্য শীতল স্পর্শে অপেক্ষারত বহুকালের বেদনা।

লেখক: Afia Siddika Raisa

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply