নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

অপেক্ষা

কুয়াশাচ্ছন্ন কাজুবাদাম

বৃথা নয়, বৃথা নয় তোমার জন্য আমার অপেক্ষা
ব্যথা হয়, ব্যথা হয় করলে আমায় অবজ্ঞা!

দুরত্বটা নিছক মিথ্যা অনুভুতির কাছে,
আমার আকাশে তোমার মেঘের আছে প্রয়োজন আছে!

যত দেরিই হোক না কেন,যতই হোক আশঙ্কা
অন্তরালে অশ্রু লুকিয়েও করবো ফেরার অপেক্ষা!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply