লেখিকা:: ✒✒#শারিয়া_জান্নাত সুমি✒✒
আগামীকাল অনেক দিন পর বাসা থেকে বের হবো….
অনেক দিন বললে ভুল হবে কিছু দিন আগে ও বের হয়ে ছিলাম বান্ধবীর বাসায়… আগামীকালের দিন টা হবে অন্য রকম….. আমার জীবনের সেরা দিন হিসাবে ধরে নিবো আগামীকালর দিন টা কে…
ভালোবাসার মানুষ টা কে বললাম আজ তাড়াতাড়ি ঘুমাও কাল তো দেখা হবে… তার দু’জনে চলে গেলাম ঘুমের দেশে…. কিন্তু আমি হঠাৎ ভাবনার জগতে গিয়ে ভাবতে লাগলাম ভাবতে কেমন জানি ভালোলাগা অনুভূতি কাজ করছে… সব কিছু মনে হচ্ছে কল্পনা না হয় স্বপ্ন… হবে হয়তো কিছু একটা… বেশি কিছু ভেবে ফেলছি বেশি ভাবলে তা তে বিপরীত হবে… তাই ভাবনার জগত থেকে বের হলাম ঘুমের দেশে যাওয়ার জন্য….. এই সুযোগে আপনাদের পরিচয় টা দিয়ে নি…. আমার নাম সুমাইয়া আক্তার অহনা…. ইন্টার ফাস্ট ইয়ার পড়ি.. বাবা মার এক মাত্র মেয়ে আর ২ ভাইয়ের প্রাণ ❤…দু’জন বেষ্টু আছে নাম শারু (( বড় আপু)) আর শ্রুতি ((ছোট বোন )) আর আমি হলাম মেজ বোন ওদের 😊😊।। কাল কলেজে কিছু ফাইল জমা দিতে হবে তাই বের হবো শারু আর শ্রুতি কে বললাম যেতে কিন্তু ওরা নাকি যাবে না একা যেতে হবে সব সময় এক সাথে করার অভ্যাস…. তাই একটু খারাপ লাগলো ওরা যাবে নাহ।। বাকি গুলো সকালে বলবো আল্লাহ হাফেয 😴😴😴।।
💐💐শুভ সকাল 💐💐
সকাল টা আজ অন্য রকম হালকা হালকা বৃষ্টি হচ্ছে।।অবশ্য ভালোই লাগছে আজ এমনিতে ভালোবাসার মানুষ টার সাথে সময় কাটাবো ভাবতে অনেক ভালো লাগছে…বের হওয়ার কথা ছিল ৯টাই
আর বের হলাম ১২ টাই।। মোবাইল এ চার্জ ছিলো না তাই।। কলেজ গেলাম ফাইল জমা দিয়ে বের হলাম আর সে হাজির।। অনেক বকা দিলো।। মোবাইল অফ ছিলো কল দিছে জানতাম না তাই।আজ কেনো জানি ভয় কাজ করছে না।। মনে হচ্ছে সঠিক মানুষ টার সাথে আছি।। সে হাত বাড়িয়ে দিলো তার হাত দরে হাটতে লাগলাম।। আমি বললাম রিকশায় করে ঘুরবো আজ টিক তাই হলো সে রিকশা টিক করে নিয়ে আসল খুব ভালো লাগছে লিখে বুঝাতে পারবো নাহ।। উঠলাম দু’জনে রিকশা চলছে আর আমি আমার ভালোবাসার মানুষ টার হাত ধরে বসে তার দিকে তাকিয়ে আছি।। সবাই বলে প্রেম করার সঠিক পরিবহণ হচ্ছে রিকশা আজ সেটা সঠিক হলো এখানে আমরা দু’জন রিকশাচালক সামনের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছেন গন্তব্যে।। আপনাদের তো বলতে ভুলে গেছি আমার ভালোবাসার মানুষ টার নাম।। ওর নাম সাদিম।। আমাকে সবাই পছন্দ করে যাকে বলে আমি সবার ক্রাশ কিন্তু আমার ক্রাশ হচ্ছে আমার ভালোবাসা সাদিম।।মন দিলাম তাকে সারাজীবন থাকতে চেষ্টা করবো যদি ও চাই তাহলে।। লিখে রাখভে #সৃতিরপাতায়সেই_দিনє❥э❤є❥э❤
♥
চলে আসলাম একটি রেস্টুরেন্ট এ।। আমরা যখন ১ম দেখা করি তখন শারু আর শ্রুতি ছিলো শুধু কথা বলছিলাম।। ও আমার বেষ্টু দের জন্য চকলেট আর আইসক্রিম নিয়ে দিয়েছিল।। আজকের দিন টা আমাদের ২য় দেখা এইটা তে আমার বেষ্টু রা নেয় একটু মন খারাপ হলেও কিন্তু বেশি খারাপ লাগছে না কারণ ভালোবাসার মানুষ টা আছে পাশে তাই।।গিয়ে একটা টেবিলে বসলাম।। এক সাইডে আমি আর ও পাশা পাশি।। কিছুটা লজ্জা লাগছে রিকশায় ও লেগেছিল যখন ও আমার হাত ধরে একটা কিস করে ছিল।। কিসটা আমার জীবনের ১ম সুচনা।। আমি যখন তার দিকে তাকিয়ে ছিলাম সে ইশারায় বললো ভালোবাসি খুব বেশি ভালোবাসি।। তার এই ইশারায় আমাকে আরো শক্তি জোগান দিলো তাই পিছনের সব কথা পিছনে রেখে যা যা হচ্ছে সব সৃতির পাতায় লিখছিলাম নতুন সুচনার কথা।।є❥э❤є❥э❤
♥
জিজ্ঞাস করলো কি খাবো আমি কিছু বলিনাই সে বুঝলো আমি লজ্জা পাইছি তাই সে আর কিছু জিজ্ঞাস করে নিয়ে গিয়ে অর্ডার করে আসলো।।একজন লোক এসে টেবিলে ফুসকা আর আইসক্রিম দিয়ে গেলো আমি মনে মনে অনেক হ্যাপি হলাম ভাবলাম সে বুঝলো কি করে এই গুলো আমার পছন্দের আমার দিকে ছেয়ে বললো স্পেশাল দিনে তোমার পছন্দ সব।। আমি খুশি হয়ে ছোট্ট করে ধন্যবাদ দিলাম।। সে আমাকে ফুসকা খাওয়া দিলো আমি ও দিলাম।। আজ ২ টা জিনিষ আমার কাছে আমি কখনো ভাবি নি এই রকম একটা দিন আসবে
ভাবিনি বললে ভুল হবে ভবিষ্যৎ এ তো স্বামী সাথে এমন একটি দিন হয়তো আসতো কিন্তু এত তাড়াতাড়ি আসবে কখনো ভাবিনি।। ১ম জিনিষ হচ্ছে আজ ভালোবাসার মানুষ টা আমার পাশে আর ২য় ফুসকা আমার পছন্দের খাবার।। তারপর আইসক্রিম খেলাম। সে নাকি আমার জন্য গিফট এনেছে সেটা এখন না পড়ে বলবো কি দিছে।। গিফট টা দিয়ে বললো এখন খুলতে আমি বললাম না এখন খুলবো না।। তারপর অনেক কথা বললাম কারণ অকারণে সে আমার হাত টা ধরে রাখলো যেনো এই হাতটি অন্য কে এসে ধরতে না পারে টিক তেমন।।
আমি বলাম এখন যাওয়া যাক সময় অনেক হয়েছে দেরি করলে বাসায় সমস্যা হবে।। є❥э❤
তারপর রিকশা করে বাসায় চলে আসলাম।।
আরেকটা কথা তো বলিনাই সে আমাকে একটা গোলাপ ফুল দিয়ে রেস্টুরেন্ট এ প্রপোজ করে ছে খুব ভালো লাগলো সাজানো স্বপ্নিল গুলো এক এক করে পুরণ হচ্ছে তাই।।є❥э❤
♥
তাকে বিদায় জানিয়ে বাসায় আসলাম অনেক ভালো লাগা কাজ করছে অনুভূতি গুলো জেগে যাচ্ছে ইশশশ আর কতক্ষণ তাকতে পারতাম।। আরো অনেক কিছু কিস এর কথা মনে পড়তে লজ্জা লাগলো হয়তো এই সব কে ভালোবাসা বলে।। ভালোবাসার প্রতিশ্রুতি।। বড্ড ভয় হয় এই সব যেনো হারিয়ে যাবে না তো নাহ আমি হারাতে দিবো না কখনো না।।є❥э❤
গিফট এর কথা মনে পড়তে ব্যাগ থেকে গিফট এর বক্স বের করলাম যা দেখলাম অনেক অবাক হলাম
সে আমাকে নুপুর দিলো।। অনেক সুন্দর নুপুর গুলো।। এখন মনে পড়ছে এই জন্য সে তখন গিফট বক্স টা খুলতে বলেছে যেনো ও পড়াতে পারে ইশশশ কেনো যে খুললাম না আরেকটা স্বপ্ন ও পুরণ হত।। নিজে নিজে অনেক রাগ করলাম।। পরে বললাম যা সুমু যা হওয়ার তাই হলো এখন চিন্তা করে কি লাভ।।
আরেকটা বক্স চোখে পড়লো এইটা কখন দিলো আবার বক্স টা হলো চকলেট এর আমার পছন্দের চকলেট সব গুলো।।є❥э❤
আমি তাড়াতাড়ি মোবাইল বের করে তাকে মেসেজ দিলাম আর বলাম Thank you My Love And I Love You…є❥э❤є❥э❤
…………………………………………………………………….
সৃতিরপাতায়সেই_দিনটা লিখে রাখলাম।।।є❥э❤є❥э❤є❥э❤є❥э❤є❥э❤є❥э❤
♥
♥
বাস্তব কাহিনি এই টা আমি লেখিকা হিসাবে লিখলাম।। গল্পের মুল হলো আমার কলিজা সুমু আর ওর ভালোবাসার মানুষ সাদিম।।
ওদের ভালোবাসার জন্য দোয়া রইল কারো নজর যেনো না পড়ে…………………..є❥э❤