হাওয়া কোন্ দিকে যাবে ?
কিছুই জানি না ,
আমাদের পতাকা নেই
নৌকাও বহুদিন আগে ডুবে গেছে
এখন পিপাসা খুঁড়ে খুঁড়ে বসে আছি
ঢেউ গুনছি সময়নদীর বালুচরে….
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1