স্মৃতির ভোরে


































































			
			











When you do things from your soul, you feel a river moving in you and you feel joy

স্মৃতির ভোরে

সে আসবে না আর ফিরে
রেখে গিয়েছে সে আমায়,
লাল আভা সকালের ভোরে।

নিশি’র কথাগুলো এখনো জমে থাকে
আবেগ ও অভিমানে, স্মৃতির ভোরে।

এখন রাত কেটে যায় চিরকুটের যন্ত্রণাতে
পরে থাকে তিলে তিলে ক্ষয় হয়ে যাওয়া
ক্ষত দেহ আবেগহীন বজ্রপাতে।

স্মৃতি গুলো আজ মলিনের ভাঁজে
সে আর ফিরবে না জেনে,
থেমে রয়েছে যায় উৎযাপন ।

জানি সে আসবে না
তাইতো ভোর সকালে সাজে
মেঘের আলিঙ্গন।

~মোস্তাক আহমেদ সাগর

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply