The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

স্বাধীনতার ৪৭ বছর পর

স্বাধীনতার ৪৭ বছর পর, হতে পারিনি মোরা স্বাধীন।
সেই নির্মম অন্যায় অত্যাচার, ছেলে হারা মায়ের অজস্র কান্না , নির্যাতিত সেই বোনের ইজ্জত -রক্ষা করতে পারিনি মোরা।
বৃদ্ধ বাবা আর বোনের আদুরে ভাইয়ের রক্তে বয়ে যাওয়া নদীর স্রোত
এখনো থামাতে পারিনি মোরা।
এখনো পারিনি সেই ধর্মবিরোধী বিশ্বাস ঘাতকদের দমন করতে।
স্বাধীনতার ৪৭ বছর পর, পারিনি মোরা স্বাধীন হতে।
পারবো কি করে-দেশে তো এখনো সেই নিষ্ঠুর হায়নার দল দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
মুসলিম নামধারী দেশদ্রোহীরা এখনো অন্যের গোলামী ছাড়েনি।
ইয়াহিয়া ভুট্টুর মতো নরপশুরা এখনো থাবা দিয়ে বেড়াচ্ছে।
এখনো চলছে সেই অক্ষরগঞ্জানী বুদ্ধিজীবী হত্যা-কালরাতের গনহত্যা।
তীব্র প্রতিবাদে এখনো চলছে ৫২-এর আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান।
সমাপ্তি ঘটেনি শান্তির নামে তৈরী হাজারো ছয় দফার।
এখনো শোনা যায় মুক্তির জন্য সেই মার্চের হৃদয়কাপা ভাষন।
কিন্তু সে ডাকে সাড়া দেওয়ার মানুষ নেহাত খুবই কম।
অহে মুর্খের দল-তোরা একজোট হও,চিরতরে নিষ্পত্তি কর সেই নিষ্ঠুর হায়নার দল।
ইয়াহিয়া ভুট্টুর মতো নরপশুকে বধ্যভূমিতে মিলিয়ে দে।
মুসলিম নামধারী দেশদ্রোহীদের এদেশ থেকে বিতাড়িত কর।
স্বাধীনতার ৪৭ বছর পরও
যেদিন আর শোনা যাবে না-বুকভরা মায়ের অজস্র কান্না,
যেদিন আর বইবে না-আদুরে ভাইয়ের রক্তের স্রোত।
যেদিন আর উচ্চারিত হবে না,তীব্র কন্ঠে সেই মার্চের হৃদয়কাপা ভাষন।
যেদিন আর তৈরী হবে না,শান্তির নামে হাজারো আন্দোলন, মিছিল কিংবা সমাবেশ।
যেদিন মানুষ পদতল থেকে উঠে দাড়াতে শিখবে,চোখে চোখ রেখে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে
সেদিন মোদের স্বাধীনতা অর্জন স্বার্থক হবে।

Writer: ফারহান আহমেদ রাব্বী

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply