Do not go where the path may lead, go instead where there is no path and leave a trail.

— Ralph Waldo Emerson

সোনার এই দিনগুলো ..

গীতিকার: মুক্তি রায় চৌধুরী
সুরকার: প্রভাস দে
শিল্পী : মান্না দে
সোনার এই দিনগুলো ..
জীবনের দিনগুলো .. ঝরে যায়
যাবে ঝরে … যাবে ঝরে
তবুও কি মমতায় .. তবুও কি বেদনায়..
দু’ হাতে রাখতে চাই ধরে
তারে ধরাও যায় না রাখাও যায় না
মায়ার বাঁধনে তারে বাঁধাও যায় না
যতই সুধা থাক অন্তর ভরে
কত আশা নিয়ে …
ভালোবাসা দিয়ে … এ’জীবন সুন্দর হয়
সে’ও মরীচিকা মনে হয়
হোক সে মরীচিকা নয় প্রজয়টিকা
ভাগ্যে যা আছে তাই তো হয় লিখা
সব মেনে নিয়ে এক দিন যাব সরে….!
Music
SONG
Sonaar Ei Dingulo
ARTIST
Manna Dey
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply