আমি তার মুখে দেখেছি
চিরল তরল মায়াবী হাশি,
দেখেছি সৌন্দর্যের মহিমা।
তার ঠোটে দেখেছি
পিপাসাহীন সীমারেখা।
অবাদ্ধ্য মন তাকে চেয়েছে
শীলত হাওয়ার দিনে,
সেদিন হয়তো আসবে সে
নীল শাড়ী আর লাল চুড়ি পরে।
তার সাথে প্রথম কথায়
হয়েছে চোখাচোখি,
প্রথম হৃদয় ছুয়েছে সে
বেখায়ালি মনের কোণে।
তবুও সেদিন হয়নি বলা
মনের সংকোচে।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1