গীতিকার: পবিত্র মিত্র
সুরকার : সতীনাথ মুখোপাধ্যায়
🎤সতীনাথ মুখোপাধ্যায় (১৯৬১)
সেদিন বুঝিতে আমি পারিনি
কত যে আমায় তুমি দিয়েছো
জানিতে চেয়েছি বলে ম্লান হেসে
তুমি ফিরে গিয়েছো
শুধু নয় আলো হাসি বাঁশিতে
আঁধারেও তুমি কাছে আসিতে
আমার সকল ব্যথা মুছায়ে
তুমি যে আপন করে নিয়েছো
একে একে কেটে গেছে প্রহর কত
ভাবিনি তো তুমি ফিরে আসবে
না ফোঁটা কুঁড়ির মত আমার বেদনাগুলি
ভোরের ফুলের মত হাসবে
কি যে চাই জানো যদি বলো না
এ হৃদয় করে শুধু ছলনা
আমার এই আমি যে গো বুঝি না
জানি না তো কি যে তুমি চেয়েছো ॥
SONG
Sedin Bhujhite Aami Parini lyrics
ARTIST
Satinath Mukherjee
ALBUM
Pratham Tarar Mato- Satinath Mukherjee
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1