অপরকে ঘৃণার চোখে উপহাস করিও না, যেহেতু তাহারা তোমাদের অপেক্ষা ভাল হইতে পারে৷ অপরের ত্রুটি অনুসন্ধান করিও না, এবং একজনের অসাক্ষাতে নিন্দা করিও না৷ আল্লাহকে ভয় কর, যেহেতু আল্লাহ দয়ালু ও ক্ষমাকারী ৷ – 49/11/12

— আল কোরআন

সেই পাখিটা

সেই পাখিটা | Shei Pakhita | Hatirpool Sessions | Season 2

সেই পাখিটা
তার রঙিন ডানার ছায়া
ঘরের ভিতর থাকা মনটা তো আর থাকেনা
ওড়ার তাড়ায়..

সেই পাখিটা..
হ্যাঁ হ্যাঁ সেই পাখিটা!

চৌকোন জানলায় আটকে পড়া মন
চুপচাপ, শুধু চুপচাপ বিকেলটা দেখতে থাকে..

ঘরে ফেরা পাখিদের
ফিরে যাওয়া দূরে
সন্ধার মুখ জুড়ে
নেচে নেচে ছোটে
বাধাহীন লাল ঘুড়িটা
শুধু ওড়ার তাড়ায়..
সেই পাখিটা..

আহা মন বন্দী প্রাণ বন্দী এই যে দহন
সবুজের হলুদাভ ক্ষতের মতন

সেই পাখিটা..

সেই পাখিটা | Shei Pakhita | Hatirpool Sessions | Season 2

চিয়ার্স টু সেই পাখিদের যারা বেড়িয়ে পড়তে পেরেছে সমাজের এঁকে দেওয়া বৃত্তের বাইরে। মেলে দিয়েছে তাদের ডানা আর উড়ে বেড়িয়েছে মুক্তির আনন্দে। আমাদের চারপাশ ভরে উঠুক সেই পাখিদের কিচির-মিচিরে।

Produced by Hatirpool Sessions
Written & Composed by Roxana Amin
Curated by Anirudha Anu

ARTISTS
Roxana Amin – Voice
Muiz Mahfuz – Guitar
Samin Yasar – Guitar & Voice
Amit Hasan Rudra – Bass & Voice
Hasin Ariyan – Percussion
Dipta Pritam Nath – Glockenspiel & Voice

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply