আমার বন্ধু নীলাঞ্জনা
তার কাছে যেদিন,
প্রথম প্রেমের প্রস্তাব নিয়ে
সামনে দাড়িয়ে ছিলাম
সে প্রস্তাবে রাজি হয়নি!
তার বুকের পাজরে একটু খানি ঠাই চেয়েছিলাম,
সে জায়গা করে দেইনি
জানি তার ভিতর জায়গা
অন্য কেউ হতে দেয়নি।
তারপরেও তার ভেতরের
বাক ভঙ্গিটা ছিল আমার,
সুদুর প্রান্তরে পথচেয়ে
বসে থেকেছি রাত জেগে।
ঘুমের ঔষুধে নেশায় কেটেছে কয়েকটি দিন,
তবুও সাড়া পাইনি
সেই নীলাঞ্জনার~
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1