সেই নীলাঞ্জনা

	
	

























































			
			











ভুল-ভ্রান্তি নিয়েই মানুষের জীবন৷ সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না ৷

— লাওসে

সেই নীলাঞ্জনা

আমার বন্ধু নীলাঞ্জনা
তার কাছে যেদিন,
প্রথম প্রেমের প্রস্তাব নিয়ে
সামনে দাড়িয়ে ছিলাম
সে প্রস্তাবে রাজি হয়নি!
তার বুকের পাজরে একটু খানি ঠাই চেয়েছিলাম,
সে জায়গা করে দেইনি
জানি তার ভিতর জায়গা
অন্য কেউ হতে দেয়নি।
তারপরেও তার ভেতরের
বাক ভঙ্গিটা ছিল আমার,
সুদুর প্রান্তরে পথচেয়ে
বসে থেকেছি রাত জেগে।
ঘুমের ঔষুধে নেশায় কেটেছে কয়েকটি দিন,
তবুও সাড়া পাইনি
সেই নীলাঞ্জনার~

মোস্তাক আহম্মেদ সাগর

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply