নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

সীমাহীন সীমানা

সে মোরে দিয়াছিলো দেখা
আমার কথা ছিলো তার গন্ধে মাখা..
আমি সীমিত ছিলাম বদ্ধ দেয়ালে
সময়ে অসময়ে খুজিতাম তারে..
নিজের চিন্তার পাতা খুলি নি কখনো
মহত্ত্বে হাওয়া গায়ে লাগে নি কখনো।
আমি সাতার না জেনেই,
নেমে যাই সংসারস্রোতে
নিজেকে আবিষ্কৃত করি নাই তখনো।
যুগ পাল্টে
দুর্বলতা না!!!
সময় পাল্টে
বিকৃত মানসিক না!!
আমি কাগজ কলমে,
ভালোই ছিলাম
পরখের ছোয়ায় ঠাই পেলাম।
অদেখা করে সেই
কালো ধোঁয়া,
সঞ্চিত করি হাজারো
বিভিন্নতা!!
নারী…তুমি বাঁধিও না নিজেরে
বদ্ধ বাধনে,
করিও না বন্দী নিজেরে!!
পদতলে তোমার জান্নাত থাকে।
মেলে দাও ডানা,নিয়ো না খেয়াল
সৃষ্টি হো তোমাতে,
শেষ তাও তোমাতে।
…….
written by Sahnaj rahman
Bangla poem.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply