The mind is everything. What you think you become.

— Gautama Buddha

সারারাত জ্বলেছে নিবিড় ধুসর নীলাভ এক তারা

Sararat Jolechi ~ Kabir Suman

সারারাত জ্বলেছে নিবিড়
ধুসর নীলাভ এক তারা
তারই কিছু রঙ নাও তুমি
তারি কিছু রঙ নাও তুমি
তারি কিছু রঙ নাও তুমি…

শহরে জোনাকি জ্বলে না নয়তো
কুড়োতাম সে আগুন নীল হয়তো
যা কিছু নেই
নাই বা হল সব পাওয়া
না পাওয়ার রঙ নাও তুমি
না পাওয়ার রঙ নাও তুমি…

বড় বেরঙিন আজকাল
কাছাকাছি কোন রঙ পাই না,
তাই দিতে পারি না কিছু
কিছুই রাঙানো হল না নয়তো
আগামীর রঙে ছোপাতাম হয়তো
এই মলিন আর এ ধূসর পথ চাওয়া
এ চাওয়ার রঙ নাও তুমি
আগামীর রঙ দাও তুমি।

Sararat Jolechi lyrics Kabir Suman

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply