Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant

— Robert Louis Stevenson

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য

  1. বিদেশে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, ১ম স্থানে রয়েছে চীন।
  2. বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।
  3. বাংলা একাডেমির সভাপতি হলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
  4. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১:
    Test ক্রিকেটার: জো রুট
    ODI ক্রিকেটার: বাবর আজম
    T-20 ক্রিকেটার: মোহাম্মদ রিজওয়ান
  5. 🎯ইউক্রেনের দুইটি (🔘দোনেৎস্ক ও 🔘লুহানস্ক) অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেন 👉 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
  6. বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ
    পেলেন- মো. হাবিবুর রহমান।
  7. মাথাপিছু আয়- ২৫৯১, ডলার
  8. মাথাপিছু GDP -২৪৬২ ডলার
  9. GDP এর প্রবৃদ্ধি -৬.৯৪ ডলার
  10. রুশ-ইউক্রেন সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’।
  11. ৩১ বছর পর যুক্তরাষ্ট্র বন্দরে নোঙর করা বাংলাদেশি জাহাজ “বাংলার অগ্রগতি”
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave A Comment