Life is what happens when you’re busy making other plans.

— John Lennon

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য ইউক্রেন-রাশিয়া

১। রাশিয়ার সঙ্গে পৃথিবীর কতটি দেশের সীমান্ত আছে?
= ১৪টি
২। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সর্বাধিক শরণার্থী কোন দেশে আশ্রয় গ্রহণ করেছে?
= পোল্যান্ড
৩। রাশিয়া ইউরোপের কোন দেশে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করে ?
= জার্মানি
৪। ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পারমানবিক অস্ত্র নিষ্ক্রিয় করেছিল কত সালে ?
= ১৯৯৪
৫। রাশিয়া ইউক্রেন সামরিক আগ্রাসন শুরু করে ২০২২ সালের কোন তারিখে
= ২৪ ফেব্রুয়ারি
৬। কুরিল দ্বীপ কোথায় অবস্থিত?
= রাশিয়া
৭। ইউক্রেনের রাজধানীর নাম কী
= Kyiv
৮। আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্কটি কী নামে পরিচিত ?
= সুইফট
৯। ওডেশা বন্দর কোন সাগরের তীরে অবস্থিত?
= কৃষ্ণসাগর
১০। রাশিয়া ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে
= দোনেৎস্ক ও লুহানস্ক
১১। রাশিয়া ও জার্মানির মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস চলাচলেরর লাইনটির নাম কী ?
= নর্ড স্ট্রিম
১২। কোন চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয় ?
= উত্তর আটলান্টিক চুক্তি
১৩। জাতিসংঘে ইউক্রেনে হামলা বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে কয়টি দেশ ?
= ১৪১টি
১৪। বর্তমান বিশ্বের সর্বাধিক নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ কোনটি ?
= রাশিয়া
১৫।ইউরোপের সবচেয় বড় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কোন দেশে অবস্থিত ?
= ইউক্রেন
১৬। ইউক্রেনের রাজধানী কিয়েভ কোন নদীর তীরে অবস্থিত ?
= নিপার
১৭। ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার হওয়া বাংলাদেশি জাহাজটির নাম কী ?
= এমভি বাংলার সমৃদ্ধি

✅FIFA World Cup -2022✅
✅আয়োজক দেশ 👉কাতার
✅আসর👉👉👉👉২২তম
✅মাসকট- 👉👉👉👉লায়েব
✅অফিসশিয়াল বলের নাম 👉আল রিহলা
✅অংশগ্রহণকারী দেশ 👉৩২ টি
✅শুরু হবে 👉👉👉👉২১ নভেম্বর ২০২২
✅শেষ হবে 👉👉👉👉১৮ ডিসেম্বর, ২০২২ ( ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস)
✅খেলা হবে -৫ টি শহরের ৮ টি মাঠে

১। জনপ্রশাসন পদকের নাম কী ?
= বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক
২। সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের অনুবাদ হয়েছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর
= ২৪টি ভাষায়
৩। ওয়াল্ড মনুমেন্ট ওয়াচ – েএর প্রাচীন স্থাপনার জন্য বিশ্ববিখ্যাত ২৫টি ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের
= প্রাচীন মসজিদের শহর বাগেরহাট
৪। স্বাধীনতা পুরস্কার -২০২২ পেয়েছে কোন কোন প্রতিষ্ঠান
= বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
৫। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয় কবে ?
= ২ মার্চ , ২০২২
৬। ক্ষুদ্র সৌরা জাতিগোষ্ঠী কোথায় বাস করে ?
=মৌলভী বাজার
৭। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনারের নাম কী ?
= কাজী হাবিবুল আউয়াল
৮। প্রধান নির্বাচন কমিশনার হতে বয়স হতে হয়
= ৫০ বছর
৯। বাংলাদেশের মারমা ভাষা নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম কী ?
= গিরিকন্যা
১০। সম্প্রতি বাংলাদেশ ২০২২ সালে জন্য প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছে কোন সংস্থার ?
= বিশ্ব খাদ্য কর্মসূচি
১১। সেন্ট মার্টিন কে ঘিরে কত কি.মি. এলাকাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার ?
= ১৭৪৩ বর্গ কি.মি.
১২। বাংলাদেশ বর্তমানে সর্বোচ্চ পণ্য আমদানি করে কোন দেশ থেকে ?
= চীন
১৩। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবনের ঘটনা নিয়ে নির্মিত প্রথম যাত্রাপালার নাম কী ?
= নিস:ঙ্গ লড়াই
১৪। মুজিব বর্ষের থিম সং এর গীতিকার কে ?
= ড. কামাল আবদুল নাসের চৌধুরী
১৫। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান কে?
= প্রধান বিচারপতি
১৬। বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে?
= রাষ্ট্রপতি
১৭। বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কী ?
= বারি কফি-১
১৮। ১৯৭১ সালের বাংলাদেশের ওাটর পাকিস্তান সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞকে জেনোসাইড হিসিবে স্বীকৃতিক দিয়েছে কোন প্রতিষ্ঠান ?
= লেমকিন ইনস্টিটিউট ( যুক্তরাষ্ট্র )
১৯। বাংলাদেশের ২৩তম প্রধানবিচারপতির নাম কী ?
= হাসান ফয়েজ সিদ্দিকী
২০। বীর মুক্তিযোদ্ধা ‘ র ইংরেজি প্রতিশব্দ কী ?
= হিরোইক ফ্রিডম ফাইটার

  1. বিদেশে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, ১ম স্থানে রয়েছে চীন।
  2. বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।
  3. বাংলা একাডেমির সভাপতি হলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
  4. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১:
    Test ক্রিকেটার: জো রুট
    ODI ক্রিকেটার: বাবর আজম
    T-20 ক্রিকেটার: মোহাম্মদ রিজওয়ান
  5. 🎯ইউক্রেনের দুইটি (🔘দোনেৎস্ক ও 🔘লুহানস্ক) অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেন 👉 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
  6. বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ
    পেলেন- মো. হাবিবুর রহমান।
  7. মাথাপিছু আয়- ২৫৯১, ডলার
  8. মাথাপিছু GDP -২৪৬২ ডলার
  9. GDP এর প্রবৃদ্ধি -৬.৯৪ ডলার
  10. রুশ-ইউক্রেন সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’।
  11. ৩১ বছর পর যুক্তরাষ্ট্র বন্দরে নোঙর করা বাংলাদেশি জাহাজ “বাংলার অগ্রগতি”
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply