Feel the sweetness in your own heart. Then you may find the sweetness in every heart.

সরস্বতী নদী তীরে, কল্পনায় ঘিরে ঘিরে । Saraswati Nodi (Salil Chowdhury 1982)

Sarawsati Nodi song originated by Salil Chowdhury in the year of 1982.

lyrics –
সরস্বতী নদী তীরে,
কল্পনায় ঘিরে ঘিরে।
সরস্বতী নদী তীরে,
কল্পনায় ঘিরে ঘিরে।
আল্পনায় আঁকা উঠোন পেরিয়ে যদি উঠতে দাওয়ায়
তাহলে দেখতে পেতে,
আমার প্রেয়সী তুমি সিঁদুর দিয়ে।

ভ্রমর কৃষ্ণ চোখ দুটি,
ঠোঁট গোলাপ যেন খুটি খুঁটি।
বসতে দিতো সে শীতলপাটিতে কত যত্ন করে
শুধাতো মৃদু হেসে আবার কবে আমি যাবো ফিরে।
হায়রে আর তো কখনো,
সে গাঁয়ে তে ফিরে আর যাবো না
যা কিছু হারালো আর তো ফিরে তাকে পাবো না।

পুবের আলো ফুটতে না ফুটতে
রোজ তাকে হতো যে উঠতে।
পান্তা ভাতে কাঁচা লঙ্কা মেখে দিয়ে জারক লেবু
দিতো সে পিড়ি পেতে খেতে,
পাখার হাওয়া দিতে দিতে।
কি জানি কি ভেবে কি হলো,
চিরকালের মতো সে গেলো
কি জানি কি ভেবে কি হলো,
চিরকালের মতো সে গেলো।
দু চোখে মিনতি করে,
কেঁদে সে হাত ধরে বলে গেলো
জনমে জনমে যেন তোমাকে পাই আমি ফিরে ফিরে।
হায়রে আর তো কখনো,
সে গাঁয়ে তে ফিরে আর যাবো না
যা কিছু হারালো আর তো ফিরে তাকে পাবো না

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0