Happiness is not something ready-made. It comes from your own actions.

— Dalai Lama

সমুদ্র

একটা কচ্ছপের পিঠে চড়ে যাচ্ছি। বিশাল সমুদ্র। পেরোতে পারব তো?

মনে প্রশ্ন জাগতেই ঘুম ভেঙে গেল। বাইরে তখন নীলরঙের জ্যোৎস্না। জানালার পাশে টুংটাং শব্দ। আবছা অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে।

কে তুমি?

আমি বুলবুলি!

সেই লালঠোঁট বুলবুলি? তুমিই তো একদিন আমার রাস্তা ঘিরে দাঁড়িয়ে ছিলে?

হ্যাঁ, সেই বুলবুলি। কিন্তু সেদিন কিছু বলতে পারিনি।

তবে কী বলতে এসেছ এত রাতে?

আমার স্বামী ঘর থেকে বের করে দিয়েছে। ফিরে গেলে মেরে ফেলবে। তাই…

আমি কী করতে পারি?

যদি আজকের রাতটা থাকতে দেন! ভোর ভোর চলে যাব!

    এত বড়ো সমুদ্র! একটা কচ্ছপের পিঠে চড়ে পেরোতে হবে! কচ্ছপটি যদি সত্যিই জলে ডুবে যায়! ভাবতে ভাবতে ছিটকিনিতে হাত দিলাম। 
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply