সভ্যতা

	
	

























































			
			











মন্দ কথার প্রচারণা আল্লাহ ভালবাসেন না৷ -4:148

— পবিত্র কোরআন

সভ্যতা

আমরা এগিয়ে চলেছি আর
অন্ধকার আমাদের পিতৃপুরুষেরা
লোলচর্ম ঝুলে আছে, সংস্কৃত দেহ
দ্রাবিড় লিপির সংকেতে দিয়েছি পাহারা

পুরনো মেঘের কাছে নতুন বৃষ্টির প্রার্থনা
অথবা প্রথম বর্ষা বীজের ঘুম ভাঙা-
রমণ স্বপ্নের ডাকে জেগে উঠছে মাঠ
আমরা পেরোচ্ছি একে একে শুকনো ধুলো ডাঙা

অতীত নির্জন গুহা, আমরা বিনম্রবিহীন
পথেই দো-তারা ক্ষুধিত
পাথরে পাথর ঘষে সভ্যতা আসে
রঞ্জন বাউল গায় নন্দিনীর পাশে।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply