Posted in নিবন্ধ
সভ্যতা
আমরা এগিয়ে চলেছি আর
অন্ধকার আমাদের পিতৃপুরুষেরা
লোলচর্ম ঝুলে আছে, সংস্কৃত দেহ
দ্রাবিড় লিপির সংকেতে দিয়েছি পাহারা
পুরনো মেঘের কাছে নতুন বৃষ্টির প্রার্থনা
অথবা প্রথম বর্ষা বীজের ঘুম ভাঙা-
রমণ স্বপ্নের ডাকে জেগে উঠছে মাঠ
আমরা পেরোচ্ছি একে একে শুকনো ধুলো ডাঙা
অতীত নির্জন গুহা, আমরা বিনম্রবিহীন
পথেই দো-তারা ক্ষুধিত
পাথরে পাথর ঘষে সভ্যতা আসে
রঞ্জন বাউল গায় নন্দিনীর পাশে।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1