সব কিছু ফেলে যদি তোমার আগেই চলে যাই














































































Life is never fair, and perhaps it is a good thing for most of us that it is not

— Oscar Wilde

সব কিছু ফেলে যদি তোমার আগেই চলে যাই

গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার : সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী : সতীনাথ মুখোপাধ্যায় ( ১৯৬৮)

সব কিছু ফেলে যদি তোমার আগেই চলে যাই
তুমি কেঁদো না
জীবনের ওপারেও আমি তব পথ চেয়ে রব
তুমি ভেবো না
পৃথিবীতে ডেকে যদি সাড়া নাহি পাও
এই শেষ দেখা মনে করো নাকো তা’ও
স্মৃতির বাঁশিতে একা বিষাদের
কোনো সুর তুমি সেধো না
বিরহ না থাকে যদি মিলনে কি সুখ বলো মেলে
এইটুকু মনে রেখো তোমার আগেই চলে গেলে
আমি হারা এই রাত আসিলে আবার
মোর মধু স্মৃতি রেখো স্মরণে তোমার
বাঁধন ছেড়েই যদি সেই ঝরা মালা দিয়ে
মোরে বেঁধো না

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply