Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

সজনী গো সজনী দিন রজনী কাটে না

কথা ও সুর : সলিল চৌধুরী
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়

🌹সজনী গো সজনী দিন রজনী কাটে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না
সজনী গো সজনী দিন রজনী কাটে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না
নিশিদিন ঝন ঝন ঝন বুকের বেদন
সহে না সহে না বাঁশির কাঁদন
নিশিদিন ঝন ঝন ঝন বুকের বেদন
সহে না সহে না বাঁশির কাঁদন
নিশিতে ঘুম কেড়ে নেয় দিবসে কেবল কাঁদায়
না না না আর যেন সে মন তরীতে ভাসে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না
সজনী গো সজনী দিন রজনী কাটে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না
জানি সে এমন সেমন
একদিন না হেরিলে পোড়া মন করে কেমন
জানি সে এমন সেমন
একদিন না হেরিলে পোড়া মন করে কেমন
ভয়ে মন দূর দূর দূর যখন তখন
যদি সে, যদি সে ভোলে কখন
ভয়ে মন দূর দূর দূর যখন তখন
যদি সে, যদি সে ভোলে কখন
আমারই আঙন দিয়া যদি সে আনবাড়ি যায়
এ পোড়া হাল দেখে সে মুখ টিপে আর হাসে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না
সজনী গো সজনী দিন রজনী কাটে না
যা সখী বল তারে সে ঘাটে যেন আসে না।।।
Music
SONG
Sajani Go Sajani Din Rajani
ARTIST
Sandhya Mukherjee
ALBUM
Sajani Go Sajani Din Rajani

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply