The best way to predict the future is to invent it.

— Alan Kay

সখি গো আমার মন ভালা না

আখ ক্ষেতে ছাগল বন্ধি
জলে বন্ধি মাছ
নারির কাছে পুরুষ বন্দি
ঘুরায় বারো মাস
সখি গো ও আমার মন ভালা না
সখি গো আমার মন ভালা না
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখি গ ও আমার মন ভালা না
সখি গো আমার মন ভালা না
এক জাতের নারী শুধুই পান খায়
আরে এই বাড়ির কথা লইয়া ঐ বাড়িত লাগায়
সখি গো অ আমার মন ভালা না
সখী গো আমার মন ভালা না
যেই নারি গোসল কইরা চুল দিল জারা
এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা
সখি গ ও আমার মন ভালা না
এক জাতের নারী আছে লম্বা কালো চুল
সেই নারী বছর বছর ঘরে ফুটায় ফুল
সখি গো ও আমার মন ভালা না
সখি গ আমার মন ভালা না
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখি গ আমার মন ভালা না
পিরিত যতন পিরিত রতন পিরিত বড়ই লেরা
হায়রে পিরিত কইরা মইরা গেছে
ময়মনসিংহের বেডা,
আখ ক্ষেতে ছাগল বন্ধি
জলে বন্ধি মাছ
নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বার মাস
সকি গো ও আমার মন ভালা না
সখি গো অ আমার মন ভালা না।

sokhi go amar mon vala na lyrics

akh khete chagol bondi lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0