If life were predictable it would cease to be life and be without flavor.

— Eleanor Roosevelt

সকালের প্রহর

নিলানদনা : রাত্রি কাটিলো সূর্যি উদয় হলো,, হয়িয়াছো বিভর তুমি ঘুমে। পাশে দাড়িয়ে আছি আমি নিলানদনা ওহে রুপোপ দেখো একবার চেয়ে,,

রুপোপ: ওহে গো রুপসি সকাল হয়নি তো এখনি ডাকছো কেনো তুমি শুয়ে পরো বিভর হয়ে আমারি পাশে। তোমার কোলে মাথা রেখে স্বপ্নের রাজ্যে আকবো যে ছবি,,, মিষ্টি হাতে কাটবে বিলি আমারি চুল তুমি হেসে,,, বলো নাহ একবার কি অপরুপ লাগবে তখন?

নিলানদনা: ঐ যে তুুুমি শুনতে কি পাও পাখির কিচিরমিচির গুন গুন শব্দ,,, জানালা বেয়ে তাকিয়ে দেখো সূর্যি মামা দেয়েছে মাথা জাগা,, থামো তুমি আসতাছি আমি কিয়ৎক্ষণপর

রুপোপ: ওহে থাকো নাহ আর একটু পাশে তোমার সুন্দর চুলের মিষ্টি সুবাস নি একটু মন ভরে,

নিলানদনা: চোখ একটু বুজিয়া দেখো,, ঘুুম তুমি যেওনা আর,, তাহলে এই রঙিন মহুর্ত হয়তো আর পাবানা,,

রুপপ: হুম,,তুমি যখন বলিয়াছো ঘুম কেন আসবো তোমার জন্য যে আমি অপেক্ষায় থাকবো।

একটুপর

নিলানদনা: ওহে এসেছি আমি দেখো একবার চেয়ে,,

রুপোপ: নাহ দেখিবো নাহ দেখিবো নাহ আর তুমি চলিয়া কেন গেলে??

নিলানদনা: ওহে রুপোপ হয়োনাকো তিক্ত,, আমি যে দাড়িয়ে আছি হাতে চা পাত্র,, শুধু একটি কাপে খাবো বলে!

রুপোপ: তাহলে আছো কেনো দূরে চেয়ে,, আসো কাছে যাই ঐ জানালার ধারে। শুনবো পাখির কিচিরমিচির গুন গুন শব্দ,, দেখবো উদিতো সূর্য। গল্প হবে শুধু তুমি তে আর আমি তে আকবে ছবি রঙ তুলিতে

Writer: মোঃ সাকলাইন সজিব

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply